ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অল্প বৃষ্টিতে ডোমার পৌর এলাকায় জলাবদ্ধতা

প্রকাশিত: ০৬:৩০, ৫ জুলাই ২০১৭

অল্প বৃষ্টিতে ডোমার পৌর এলাকায় জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ খানাখন্দকে ভরা ডোমার পৌরসভা এলাকার প্রধান সড়কটি এখন বৃষ্টির পানিতে ভাসছে। সড়কটি দিয়ে যানবাহনসহ মানুষজন বিশেষ করে শিক্ষার্থীরা চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একদিকে সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে অপরদিকে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। সরেজমিনে দেখা যায় ডোমার শহরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে শুরু করে বড়রাউতা মডেল স্কুল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। পাকা সড়ক যেন পাকা সড়কে নেই। এ কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানি ভাসতে থাকে। এ সময় ভাঙ্গা সড়কের অদেখা গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বেশি এবং বড় গর্তের সৃষ্টি হয়েছে ফ্রেন্ডস হাসপাতাল ও এবি আবাসিক হোটেলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায়। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা বাধ্য হয়ে গর্তের ওপর কাঠের বাক্স ফেলে সতর্কবাণী দিয়েছে। এলাকার অভিভাবকরা জানায় ডোমার উপজেলা শহরে দুই কলেজ, একটি ফাজিল মাদ্রাসা, দুটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এ সকল কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রধান সড়কটি দিয়েই চলাচল করতে গিয়ে বর্তমানে চরম দুর্ভোগ পোহাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, সড়কটি ডোমার পৌরসভার প্রধান সড়ক হলেও এটি দেখা শোনা করে সড়ক ও জনপদ বিভাগ। আর ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব ডোমার পৌরসভার। এ ব্যাপারে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী নুরে আলম জানান, সড়কটি সংস্কার করা হবে। তবে বর্ষার কারণে এটি সম্ভব হচ্ছে না। ভিজিএফের গম জব্দ ॥ বদরগঞ্জে তদন্ত কমিটি সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৪ জুলাই ॥ বদরগঞ্জে ভিজিএফের ১৪৭ বস্তা গম জব্দের ঘটনা গত ৩০ জুন দৈনিক জনকণ্ঠসহ পত্রপত্রিকায় প্রকাশ হলে, স্থানীয় প্রশাসনের টনক নড়ে। মঙ্গলবার উর্র্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল পারভেজ, উপজেলা প্রকৌশলী আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মকবুল হোসেন। ওই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ইউএনওর কার্যালয়ে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
×