ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরে জাহাজ জটে আমদানি রফতানি বাণিজ্যে সঙ্কট

প্রকাশিত: ০৬:২৭, ৫ জুলাই ২০১৭

চট্টগ্রাম বন্দরে জাহাজ জটে আমদানি রফতানি বাণিজ্যে সঙ্কট

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় মোরার প্রভাব আর ঈদ-উল-ফিতরের ছুটিতে চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কন্টেনার জট। প্রায় সাড়ে ৩৬ হাজার ধারণক্ষমতার অতিরিক্ত কন্টেনারের স্তুপ তৈরি হওয়ায় নানামুখী সঙ্কট দেখা দিয়েছে আমদানি-রফতানি বাণিজ্যে। এজন্য একে অন্যের ওপর দায় চাপানো হচ্ছে। বন্দর ব্যবহারকারীদের কারও কারও দাবি, সাম্প্রতিক জটের কারণে চট্টগ্রাম বন্দরের উৎপাদনক্ষমতা কমেছে ২০ থেকে ২৫ শতাংশ। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের ৫ নম্বর বার্থ। যেখানে জাহাজ থেকে কন্টেনার খালাসে ব্যস্ততা থাকার কথা, সেখানে সবকিছুইতেই ধীরগতি। কারণ, ১৬টি ট্রেইলর থাকলেও কয়েকশ গজ দূরের ইয়ার্ডে কন্টেইনার নিতে গিয়ে লেগে যাচ্ছিল দীর্ঘ সময়। ইয়ার্ডে গিয়ে দেখা গেল কন্টেনার নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেইলর। অলস বসে আছে কন্টেনার নামানোর সরঞ্জাম। কারণ স্থান সঙ্কট। ঘূর্ণিঝড় মোরার প্রভাব আর ঈদের বন্ধে সৃষ্ট কন্টেনার জটে বন্দরে এখন এমনই স্থবিরতা। এর সঙ্গে যোগ হয় গ্যান্ট্রি ক্রেনে ত্রুটি। তবে এর মধ্যেও কোন কোন বার্থ আর ইয়ার্ডে কাজ চলছে জোরেশোরে। কোরবানিকে সামনে রেখে মার্সেলের ২ শতাধিক মডেলের পণ্য অর্থনৈতিক রিপোর্টার ॥ শেষ হলো রোজার ঈদ। যাতে গ্রাহকদের কাছ থেকে আশাতীত সাড়া পেয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। এবার তাদের মিশন কোরবানির ঈদ। বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামে বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের পণ্য উৎপাদন ও বিপণন করায় এবারের রোজায় ব্যাপক বিক্রি হয়েছে মার্সেল পণ্য। ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা। চাহিদা ও বিক্রি বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় রাখতে এবার টার্গেট করা হয়েছে ঈদ-উল-আযহা বা কোরবানি ঈদকে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে উচ্চমানের দুই শতাধিক মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্সেস বাজারজাত করছে মার্সেল। প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে ফ্রিজ, এলইডি টিভিসহ অন্যান্য হোম এ্যাপ্লায়েন্সেস। মার্সেল কর্তৃপক্ষ জানান, ঈদ-উল-আযহাকে সামনে রেখে বাজারে ২শ’রও বেশি মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্সেস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে যুক্ত হয়েছে বেশকিছু নতুন মডেল ও প্রযুক্তির ফ্রিজ, এলইডি টিভিসহ অন্যান্য হোম এ্যাপ্লায়েন্সেস। মার্সেল ফ্রিজে নতুন এসেছে ৩২০ লিটার ও ৩৪৮ লিটারের আকর্ষণীয় ডিজাইনের টেম্পারড গ্লাস ডোর রেফ্রিজারেটর। এছাড়া ২৮ ইঞ্চি এলইডি টিভিতে ব্ল্যাক ও সিলভার কালারের দুটি নতুন মডেল আনা হয়েছে। মার্সেল বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, নতুন নতুন প্রযুক্তি ও মডেলের উচ্চ গুণগতমানের পণ্য আনায় মার্সেল ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ছে।
×