ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক ফেড, সুইফট ও বাংলাদেশ ব্যাংকের যৌথ বিবৃতি

রিজার্ভ চুরির পুরো অর্থ উদ্ধারে নতুন আশা

প্রকাশিত: ০৬:২৬, ৫ জুলাই ২০১৭

রিজার্ভ চুরির পুরো অর্থ উদ্ধারে নতুন আশা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া পুরো অর্থ পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। এ বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী সংস্থা সুইফটের কর্মকর্তা ভিডিও কনফারেন্সে অংশ নেন। মঙ্গলবার নিউইয়র্ক ফেড, বাংলাদেশ ব্যাংক ও সুইফটের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৯৫ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়ার চেষ্টা করে হ্যাকাররা। তবে ৮ কোটি ১০ লাখ ডলার তারা চুরি করতে সমর্থ হয়। এ অর্থের মধ্যে দেড় কোটি ডলার ফিলিপিন্স থেকে উদ্ধার করতে পেরেছে বাংলাদেশ। ফিলিপিন্সের রিজাল ব্যাংকের মাধ্যমে রিজার্ভের অর্থ নগদায়ন করা হয়। বাংলাদেশ ব্যাংক সেই সূত্রে বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংক সুইফট-সম্পর্কিত ব্যবস্থাদি পুনর্গঠন করেছে। যা আন্তর্জাতিক করেসপন্ডিং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা আরও নিরাপদ করা সম্ভব হয়েছে। বৈঠকে উপস্থিত পক্ষগুলো বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া পুরো অর্থ পুনরুদ্ধারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তাছাড়া আইনগত পদক্ষেপ গ্রহণে অপরাধীদের বিচারের আওতায় আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। একই ধরনের সাইবার হামলা থেকে বিশ্ব আর্থিক ব্যবস্থা সুরক্ষার জন্য বহুজাতিক আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলা হয়।
×