ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপালী ব্যাংকের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৬:২৫, ৫ জুলাই ২০১৭

রূপালী ব্যাংকের দরবৃদ্ধির কোন কারণ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ২৭ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ২০ দশমিক ৫০ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সহযোগী প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে ডোরিন পাওয়ার সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার অধিগ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি ডোরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে সাবসিডিয়ারি কোম্পানি ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেডের ৫০ লাখ ৬৬ হাজার ৭০০টি শেয়ার অধিগ্রহণ করেছে ডোরিন পাওয়ার। যার প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা হওয়ায় সাবসিডিয়ারি কোম্পানিতে ডোরিন পাওয়ারের মোট ৫০ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আর এই শেয়ার পাওয়ার পর সাবসিডিয়ারি কোম্পানিতে ডোরিন পাওয়ারের শেয়ার ধারণ দাঁড়িয়েছে ৯৯.১৪ শতাংশ। আগে যার পরিমাণ ছিল ৯৬.৭৮ শতাংশ। এদিকে, গত ২ জুলাই বাংলাদেশ বিএসইসির অনুমোদনের পরপরই সাবসিডিয়ারি কোম্পানি থেকে শেয়ার বরাদ্দ পায় ডোরিন পাওয়ার। -অর্থনৈতিক রিপোর্টার মেঘনা পেটের অস্বাভাবিক দর বৃদ্ধি কোন কারণ ছাড়াই ‘জেড’ ক্যাটাগরির মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ২০ জুন মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ৯.৮ টাকা। যা ছয় কার্যদিবসের ব্যবধানে ৩ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১.৫ টাকায়। এ হিসাবে দর বেড়েছে ১.৭ টাকা বা ১৭ শতাংশ। কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×