ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে সিমটেক্স

প্রকাশিত: ০৬:২৪, ৫ জুলাই ২০১৭

উভয় স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে সিমটেক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় স্টক একচেঞ্জে বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর হঠাৎ উত্থান দেখা দিয়েছে। উভয় স্টক একচেঞ্জে কোম্পানিটির শেয়ার দর প্রায় ১০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ৯.৭৯ শতাংশ এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৯.৮৯ শতাংশ দর বেড়েছে। এর ফলে কোম্পানিটি উভয় স্টক একচেঞ্জে গেইনারের শীর্ষে উঠে এসেছে। এমনি বুধবার লেনদেনের দুই ঘণ্টায় কোম্পানিটি বিক্রেতার সঙ্কটে হল্টেড ছিল। দুপুর সাড়ে ১২টায় সিমটেক্সের ক্রেতার ঘরে ১ লাখ ২১ হাজার ৯৮৭টি শেয়ার ৩১.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকেই দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৪ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকায় ১৩ লাখ ৭০ হাজার ৪৭৬টি শেয়ার ৫৭৫ বার লেনদেন হয়। ডিএসই তথ্যানুযায়ী, সিমটেক্সের ২৫ লাখ ৮৪ হাজার ৭০৮টি শেয়ার ৮৭১ বার লেনদেন হয়। সারাদিন কোম্পানির শেয়ার দর ২৮.৭০ টাকা থেকে ৩১.৪০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩১.৪০ টাকায় লেনদেন হয়। সোমবার কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ২৮.৬০ টাকা যা মঙ্গলবার ক্লোজিং হয় ৩১.৪০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ। এদিকে সিএসইতে সিমটেক্সের ১৬ হাজার ৪০৭টি শেয়ার ৩৪ বার লেনদেন হয়। সারাদিন কোম্পানির শেয়ার দর ২৭.৫০ টাকা থেকে ৩১.১০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩১.১০ টাকায় লেনদেন হয়। সোমবার কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ২৮.৩০ টাকা যা ক্লোজিং হয় ৩১.১০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২.৮০ টাকা বা ৯.৮৯ শতাংশ। ডিএসইতে গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৯.২৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.২৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৭.৬০ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.১৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৮৩ শতাংশ, সিএনএ টেক্সটাইলের ৫.৬০ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৯৫ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৪.৬৭ শতাংশ এবং ফুয়াং ফুডের ৪.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
×