ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার চুরির চেষ্টাকালে একজন নিহত

প্রকাশিত: ০৬:২৩, ৫ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার চুরির চেষ্টাকালে একজন নিহত

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের হিলসবরোর একটি বিমানবন্দর থেকে হেলিকপ্টার চুরির চেষ্টাকালে সশস্ত্র এক সন্দেহভাজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। সোমবার সকালে হিলসবরো এ্যারো একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে। খবর সিএনএনের। এ ঘটনার পর অরেগনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে ১৫ মাইল দূরের বিমানবন্দরটিতে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়। হিলসবরো পুলিশ বিভাগের এক মুখপাত্র বিমানবন্দরে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, তবে ঘটনার বিস্তারিত জানাতে রাজি হননি। স্থানীয় সংবাদপত্র অরেগনিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা ১১টা ৪০ মিনিটে হিলসবরো এ্যারো একাডেমির সামনে একজন ফ্লাইট ইন্সট্রাক্টর ও একছাত্র ওই সন্দেহভাজনকে বাধা দিয়েছিল। এ সময় সে এক রাউন্ড গুলিবর্ষণ করে কিছুক্ষণের জন্য একটি হেলিকপ্টারে উঠে পড়ে। তখন সেখানে পুলিশ এলে ওই বন্দুকধারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তার পিছু ধাওয়া করে নিকটবর্তী মাঠে তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লন্ডন কনসার্টে হামলা ॥ যুবকের যাবজ্জীবন সঙ্গীতশিল্পী এলটন জনের কনসার্ট এবং মধ্য লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বোমা হামলার পরিকল্পনাকারী ১৯ বছর বয়সী এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। পশ্চিম লন্ডনের বাসিন্দা হারুন সাঈদ তার বিরুদ্ধে আনা সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতি নেয়ার অভিযোগ স্বীকার করেছেন। খবর বিবিসির। এই উদ্দেশ্যে মেশিন গান ও আত্মঘাতী বোমা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন তিনি। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের ‘জিহাদি’র ছদ্মবেশে কাজ করা এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়। গত বছরের সেপ্টেম্বরে গ্রেফতারের পর হারুনের ইন্টারনেট ঘেঁটে দেখা যায়, তিনি লন্ডনের জনবহুল এলাকাগুলোর খোঁজ নিচ্ছিলেন, যে তালিকায় বিবিসি টু আয়োজিত হাইড পার্কে এলটন জনের কনসার্টও ছিল। আদালতের দ-াদেশ অনুযায়ী অন্তত ১৬ বছর ছয় মাস জেল খাটতে হবে সাঈকে। সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগ গত বছর হারুনের ভাইকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। বিশ্বযুদ্ধ এবং অন্যান্য সংঘর্ষে নিহতদের স্মরণ দিবস ‘রিমেমব্রান্স সানডে’তে কোন একজনের শিরñেদ করার পরিকল্পনা করেছিল সে। বিচারক মাইকেল টপোলস্কি তার রায়ে বলেন, ‘বহু মানুষকে হত্যা করতে’ চেয়েছিল হারুন, তাই যাবজ্জীবন কারাদ-ই তার জন্য উপযুক্ত সাজা। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার উত্তর কোরিয়া দেশটির পশ্চিমাঞ্চল থেকে পরীক্ষামূলকভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার উৎক্ষেপণ করা এ ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্ব উপকূল সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। চলতি সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলো। খবর বিবিসি ও এএফপির। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড জানিয়েছে, উৎক্ষেপণের ৩৭ মিনিট পর ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়ে।
×