ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের আত্ম কেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে ॥ ডা. কামরুল

প্রকাশিত: ০৬:০২, ৫ জুলাই ২০১৭

চিকিৎসকদের আত্ম কেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে ॥ ডা. কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সম্প্রীতির পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবু সিদ্দিক ও কার্ডিয়াক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আফতাব উদ্দিন ছিলেন সদালাপী, হাস্যোজ্জ্বল, গুণী চিকিৎসক ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তারা সমগ্র জীবনে যতটুকু সুযোগ পেয়েছেন অক্লান্ত পরিশ্রম করে কাজের মাধ্যমে তারা যথাযথ ব্যবহার করে গেছেন। তারা সব মানুষকে সম্মান দিতেন এবং সকলের সঙ্গেই তাদের ছিল সখ্য। অনুসরণীয়, অনুকরণীয় এই দু’গুণী চিকিৎসক, শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে চিকিৎসকদের আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ৩ জুলাই সোমবার কার্ডিওলজি বিভাগের উদ্যোগে মরহুম অধ্যাপক ডা. মোঃ আবু সিদ্দিক ও মরহুম অধ্যাপক ডা. মোঃ আফতাব উদ্দিনের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি ডিএমপির দুই থানায় নতুন ওসি নিয়োগ স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই থানায় নতুন ওসি (অফিসার ইনচার্জ) নিয়োগ বা বদলি করা হয়েছে। ডিএমপির এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, পল্টন মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ রফিকুল ইসলামকে ওয়ারী থানায় বদলি করা হযেছে। গোয়েন্দা পশ্চিম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদুল হককে পল্টন মডেল থানার অফিসার ইন চার্জ হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে ওয়ারী থানার অফিসার ইন চার্জ মোঃ জেহাদ হোসেনকে গোয়েন্দা উত্তর বিভাগে বদলি করা হয়েছে। কুষ্টিয়ায় আটক ৩ নারী জঙ্গী রিমা-ে নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ জুলাই ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলার জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার ৩ নারী জঙ্গী রিমান্ডে পুলিশকে অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মঙ্গলবার ভেড়ামারা থানার ওসি (তদন্ত) জানান, চার দিন করে রিমান্ডে থাকা তিন নারী জঙ্গী নব্য জেএমবির আমির আইয়ুব আলী ওরফে বাচ্চু ওরফে সজিবের স্ত্রী আশরাদী জাহান তিথি (২৮), নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদের স্ত্রী মাহমুদা খাতুন সুমাইয়া (২৭) ও নব্য জেএমবির সদস্য আরমান আলীর স্ত্রী টলিআরা (৩৫) পুলিশকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে এসব তথ্যের কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, আশা করছি আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আরও তথ্য পাব। তবে গ্রেফতারকৃত ওই ৩ নারী জঙ্গী মানসিকভাবে কিছুটা ভেঙ্গে পড়েছে। শুক্রবার গভীর রাতে জঙ্গী আস্তানার টিনশেড একটি বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৩ নারী জঙ্গীকে আটক এবং সেখান থেকে অত্যাধুনিক পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করে।
×