ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপা এখন আর গৃহপালিত বিরোধী দল নয় ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০১, ৫ জুলাই ২০১৭

জাপা এখন আর গৃহপালিত বিরোধী দল নয় ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত জাতীয় জোট গঠনের পর জাতীয় পার্টি (জাপা) ঘুরে দাঁড়িয়েছে দাবি করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাপা এখন আর গৃহপালিত বিরোধী দল নয়। জাপা এখন সামনের সারির দল। মঙ্গলবার রাজধানীর ইমানুয়েলস সেন্টারে ঢাকা উত্তর জাপা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সংসদে আগে আমরা কথা বলতে পারতাম। সরকারের সব কাজের সমর্থন করে যেতাম। মানুষ আমাদের গৃহপালিত বিরোধী দল বলত। কিন্তু সম্মিলিত জাতীয় জোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। জনগণ আমাদের নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এখন আর আমরা গৃহপালিত বিরোধী দল নই। এখন আমরা সামনের সারির দল। আগামী নির্বাচনে জাপার ক্ষমতায় যাওয়ার সমূহ সম্ভাবনা আছে মন্তব্য করে তিনি বলেন, জাপা ঘুরে দাঁড়িয়েছে। রাজনীতিতে জাতীয় পার্টিকে এখন গুনতে হবে। জাপা ছাড়া আগামী নির্বাচন হবে না। আমরা ঠিকমতো কাজ করতে পারলে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারি- এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। বাংলাদেশ অভিশপ্ত দেশে পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, প্রতিদিন মানুষ মরছে। কিছুদিন আগে হাওড়ে বন্যা হয়ে লাখ লাখ টন ধান নষ্ট হলো। সেখানকার মানুষ এখন না খেয়ে আছে। ক’দিন আগে পাহাড়ধসে দেড় শ’ লোক মারা গেল। সোমবার বয়লার বিস্ফোরণে ৯ জন মারা গেল। চারদিকে শুধু মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, মানুষের মনে অনেক হতাশা, আতঙ্ক আছে। এটা দূর করতে পারে একমাত্র জাতীয় পার্টি। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। সর্বাত্মক চেষ্টা কর। পরিশ্রম ও চেষ্টায় মানুষের ভাগ্য পরিবর্তন করে।এ অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হলে রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। আফ্রিকার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত রোবিনা পি মার্কস জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
×