ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার;###;আকমল আলী গংয়ের বিরুদ্ধে বীরেন্দ্র কুমারের সাক্ষ্য

রাজাকাররা আমাকে ও আমার বাবাকে গুলি করে, কিন্তু বেঁচে যাই

প্রকাশিত: ০৫:৫৬, ৫ জুলাই ২০১৭

রাজাকাররা আমাকে ও আমার বাবাকে গুলি করে, কিন্তু বেঁচে যাই

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজার রাজনগর উপজেলার আকমল আলী তালুকদারসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী বীরেন্দ্র কুমার মালাকার তার জবানবন্দিতে বলেছেন, একাত্তরে আমি ও আমার বাবাকে রাজাকাররা গুলি করে। কিন্তু ভাগ্যগুণে আমরা মরিনি। এখনও বেঁচে আছি। রাজাকাররা আমাদের গ্রামের ৭০ জন নিরিহ হিন্দু লোককে গুলি করে হত্যা করেছে। সাক্ষীর জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৩ জুন দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনা জেলার পলাতক হেদায়েত উল্লাহ আঞ্জুকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউটর আবুল কালাম জনকণ্ঠকে বলেছেন, সাক্ষী ও তার বাবাকে রাজাকাররা গুলি করলে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। তবে আসামিসহ অন্য রাজাকাররা গ্রামের ৭০ জন নিরীহ মানুষকে হত্যা করে। এই মামলায় চার আসামির মধ্যে তিনজন হলেন রাজনগর উপজেলার আবদুর নুর তালুকদার ওরফে লাল মিয়া, মোঃ আনিছ মিয়া ও আবদুল মোছাব্বির মিয়া। এদের মধ্যে আকমল আলী তালুকদারসহ তিনজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। অন্য একজন আসামি পলাতক রয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মোশফিক কবির। এর আগে গত বছরের ৩০ মে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত বছরের ২৩ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ছয়জনকে ধর্ষণ, সাতজনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনা জেলার পলাতক হেদায়েত উল্লাহ আঞ্জুকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
×