ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৫:৪৯, ৫ জুলাই ২০১৭

বিএনপির রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ মিথ্যাচার না করে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জালিয়াতি দলের যে তকমা লেগেছে সেখানে থেকে কিভাবে বেরিয়ে আসবেন, সেটার চেষ্টা করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। ক্রমাগতভাবে মিথ্যাচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে অভিযুক্ত করাই হচ্ছে তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। বিএনপির নেতারা কারণে-অকারণে দীর্ঘদিনের লালিত অভ্যাস থেকে সরকারকে দোষারোপ করেন। আওয়ামী লীগকে দোষারোপ করেন। সাম্প্রতিক তারা তাদের মিথ্যাচারের রেকর্ড নিজেরা ভঙ্গ করেছেন। বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আয়নার নিজের চেহারা দেখুন। আপনাদের নেত্রী খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। তারেক রহমান হাওয়া ভবন করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। শুধু বেগম খালেদা জিয়াই কালো টাকা সাদা করেছেন তা নয়, বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন। যে সরকারের অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেন, যে দলের চেয়ারপার্সন কালো টাকা সাদা করেন, যে দলের স্থায়ী কমিটির সদস্য কালো টাকা সাদা করেন; সে দলের নেতারা যখন দুর্নীতির বিষয়ে কথা বলেন তখন মানুষের হাসি পায়। প্রচার সম্পাদক আরও বলেন, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ওয়াশিংটনে গোপন তারবার্তা পাঠিয়েছিলেন ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত। ২০০৮ সালের ৩ নবেম্বর ওই তারবার্তা পাঠানো হয়েছিল, যা বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট উইকিলিকস প্রকাশ করে। এছাড়াও তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সিমেন্স কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছিল, সেটিরও তদন্ত যুক্তরাষ্ট্রের একটি আদালতে চলছে বলেও উল্লেখ করেন ড. হাছান। প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহারের নিখোঁজের পর বিএনপি নেতা রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে সরকারের ওপর দোষারোপ করেন। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, এটি বালখিল্য ছাড়া কিছুই নয়। কোনকিছু ঘটার পরপরই সরকারকে অভিযুক্ত করা বিএনপির পুরনো অভ্যাস। এটার তদন্ত হচ্ছে। ঘটনাটি নিশ্চয়ই রহস্যজনক। তদন্তকালীন আমরা কোনকিছু বলতে চাই না। তদন্তের মাধ্যমেই আসল ঘটনা বেরিয়ে আসবে। বিএনপির নেতাদের প্রতি অনুরোধ, আপনাদের গায়ে আন্তর্জাতিকভাবে তকমা লেগেছে, আপনারা একটি সন্ত্রাসী দল। জালিয়াতি দল। সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, সেটার জন্য চেষ্টা চালান। সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অর্থ পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এ বিষয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন। এ অর্থ পাচারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সুইজারল্যান্ডের ব্যাংককে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তাদের (সুইস ব্যাংক) পক্ষ থেকে উত্তর দেয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক আবারও সুইজারল্যান্ডের ব্যাংককে চিঠি দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। যারাই অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, সে যেই হোক। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সুজিত রায় নন্দী, ফরিদুন নাহার লাইলী, আফজাল হোসেন, প্রকৌশলী আব্দুস সবুর, দেলোয়ার হোসেন, শামসুন নাহার চাঁপা, হারুনুর রশীদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, মারুফা আক্তার পপি, পারভীন জামান কল্পনা, রেমন্ড আরেং প্রমুখ উপস্থিত ছিলেন।
×