ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোরবানির ঈদের নাটক তৈরি করছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৭, ৫ জুলাই ২০১৭

কোরবানির ঈদের নাটক তৈরি করছে সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ফরহাদ মজহারকে অপহরণের পেছনে সরকার জড়িত অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোরবানির ঈদের জন্য নাটক-সিনেমা তৈরি করছে সরকার। যার পরিচালক ও প্রযোজক সরকার নিজেই। ফরহাদ মজহারকে অপহরণ করার পর যখন দেখেছে দেশের মানুষ জেগে উঠছে তখনই আবার ছেড়ে দিয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, তারা কিভাবে মানুষ গুম, খুন ও হত্যা করছে তা সবাই জানে। সরকারের কথায় পুলিশ নাটক করে। ফরহাদ মজহারের ঘটনা কিছু নয়, একটি ম্যাসেজ। বিএনপিকে ধ্বংস করার একটি পরিকল্পনা। যারা বিএনপিকে নিয়ে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের হুঁশিয়ার করছে সরকার। এ ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেয়া হচ্ছে কেউ যদি এমন করো তোমাদের অবস্থাও ফরহাদ মজহারের মতো হবে। আর এসব করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। বিএনপি নির্বাচনে যাবে, তবে সে নির্বাচন শেখ হাসিনার অধীনের নির্বাচনে নয়, সহায়ক সরকারের অধীনে। সহায়ক সরকারের দাবি আদায়ে খালেদা জিয়ার নেতৃত্বে শীঘ্রই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম শুরু করবে। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।
×