ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়ারফোন লাগিয়ে রেললাইন পার হতে গিয়ে যুবক ছিন্নভিন্ন

প্রকাশিত: ০৫:৪৬, ৫ জুলাই ২০১৭

ইয়ারফোন লাগিয়ে রেললাইন পার হতে গিয়ে যুবক ছিন্নভিন্ন

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার গে-ারিয়ায় ইয়ার ফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে শাহজালালে অর্ধকোটি টাকার ওপরে অবৈধ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় দুই যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর গে-ারিয়া মুন্সীবাড়ির ঢালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শ্যামপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) আরশেদ আলী জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই যুবক ইয়ার ফোন লাগিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন তার কাছাকাছি চলে এলে আশপাশের লোকজন তাকে ডাকতে থাকে। কিন্তু কোন কথাই সে শুনতে পায়নি। ততক্ষণে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে তার শরীর থেকে এক হাত দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে থেকে খ--বিখ- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের পরনে চেক গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট ছিল। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আব্দুর রশিদ (৪২) নামে এক প্রতিবন্ধী রিক্সাচালক নিহত হয়েছেন। তিনি মাতুয়াইল ভুঁইয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ঘটনার পর পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে মাতুয়াইল মাতৃসদনের সামনে দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন আব্দুর রশিদ। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা ছিটকে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর পল্টনে গাড়ির ধাক্কায় রূপম চৌধুরী (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। পল্টন থানার এসআই জাহিদুল ইসলাম জানান, সোমবার রাত দেড়টার দিকে গুলিস্তান মওলানা ভাসানী স্টেডিয়াম সংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন রূপম চৌধরী। এ সময় এক দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শাহজালালে অবৈধ সিগারেট জব্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৩৬ হাজার ৮শ’ শলাকা বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় দুই যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ৬৮৪ কার্টনে এসব সিগারেট পাওয়া যায়। পণ্যের শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৫৪ লাখ ৭২ হাজার টাকা। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, যাত্রী চট্টগ্রামের আনোয়ারা এলাকার মোঃ বেল্লাল উদ্দিন, পাসপোর্ট নং বিকে০৭৮০০৩৫, দুবাই থেকে কুয়েত। এরপর কুয়েত থেকে কেইউ২৮৩ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় রাত আড়াইটায় নামেন। অপর আটক চট্টগ্রাম সাতকানিয়া এলাকার মোঃ রুবেল, পাসপোর্ট নং বিএন ০৬৮৫৪৮৪, দুবাই থেকে জি৯-০৫১৩ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় রাত সোয়া ৪টায় অবতরণ করেন। ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রী ৩নং ও ৬নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের ছয়টি লাগেজ খুলে আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটগুলো উদ্ধার করা হয়। আটককৃত সিগারেট ৬৮৪ কার্টনে পাওয়া যায়। এগুলো সিগারেট ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশী সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
×