ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপপুর প্রকল্পে আইএইএ’র অব্যাহত সহযোগিতার আশ্বাস

প্রকাশিত: ০৫:৪৬, ৫ জুলাই ২০১৭

রূপপুর প্রকল্পে আইএইএ’র অব্যাহত সহযোগিতার আশ্বাস

কূটনৈতিক রিপোর্টার ॥ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে অব্যাহতভাবে সহযোগিতা করবে সংস্থাটি। মঙ্গলবার ঢাকা সফররত আইএইএ মহাপরিচালক ইউকিয়া আমানো এক বৈঠকে এই প্রশংসা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত আইএইএ মহাপরিচালক ইউকিয়া আমানো। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে আমানো পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের প্রশংসা করেন। একই সঙ্গে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে আইএইএ-এর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন তিনি। পারমাণবিক শক্তির ব্যবহার ও নিরাপত্তা নিয়ে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা আমানোকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। চারদিনের সরকারী সফরে রবিবার ঢাকায় আসেন ইউবিয়ো আমানো। সফরকালে রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প পরিদর্শন ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয়বার ঢাকা সফরে ইউকিয়া আমানো আইএইএ-এর তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনেও যোগ দেন তিনি। বিশেষ সমাবর্তনে তাকে সম্মানসূচক ডক্টর অব লজ (ডিলিট) ডিগ্রী দিয়েছে ঢাবি। আজ বুধবার তার ঢাকা ত্যাগ করার কথা।
×