ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উল্টোপথে চলায় বিচারপতির ডাইভারকে শোকজ

প্রকাশিত: ০৮:০৪, ৪ জুলাই ২০১৭

উল্টোপথে চলায় বিচারপতির ডাইভারকে শোকজ

স্টাফ রিপোর্টার ॥ উল্টোপথে চলে এক মোটরসাইকেল চালককে চাপা দেয়ার ঘটনায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের গাড়িচালক কামাল হোসেনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। কর্তব্য কাজে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা দেয়া হবে না, তিনদিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে । সোমবার নোটিসটি জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক। হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করেছিলেন। রবিবার রাতে ওই দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। শহীদুল ইসলাম ঝিনুক জনকণ্ঠকে বলেন, কামাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর কার্যালয়ের গাড়িচালক। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেষণে কর্মরত। এই সূত্রে তিনি ট্রাইব্যুনাল-১ এর সাবেক সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের গাড়িচালক হিসেবে কর্মরত। কারণ দর্শানোর নোটিস পাঠানোর বিষয়ে ঝিনুক বলেন, ‘বিচারপতি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা এ গাড়িচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। তারই পরিপ্রেক্ষিতে এ নোটিস জারি করা হয়েছে।
×