ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার সেমির সম্ভাবনা উজ্জ্বল

প্রকাশিত: ০৬:৩৩, ৪ জুলাই ২০১৭

নারী ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার সেমির সম্ভাবনা উজ্জ্বল

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিনটি জয় এসেছে। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল এবং ভারত মহিলা ক্রিকেট দল এখন পর্যন্ত হারেনি। ৬ পয়েন্ট করে নিয়ে এখন এ দু’টি দলই আছে শীর্ষে। রবিবারও এ দুটি দল সহজ জয় তুলে নিয়েছে। ফলে উজ্জ্বল হয়েছে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। অপরদিকে টানা তিন ম্যাচ হেরে শেষ চার অনিশ্চিত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান মহিলা ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে ৫ উইকেটের জয় পায় অসি মেয়েরা। কিউই মেয়েরা ৯ উইকেট হারিয়ে ২১৯ রানের ইনিংস গড়েছিল। কেটি পারকিন্স ৫২ ও সুজি বেটস ৫১ রান করেন। তিনটি করে উইকেট নেন মেগান স্মুটস ও জেস জোনাসেন। জবাবে এলিস পেরির ৯১ বলে ৪ চারে করা ৭১, মেগ ল্যানিংয়ের ৪৮ ও এ্যালেক্স ব্ল্যাকওয়েলের অপরাজিত ৩৬ রানে সহজ জয় পায় অসি মেয়েরা। ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২০ রান তোলে তারা। তবে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হয়েছে ডার্বিতে ভারত-পাকিস্তান মোকাবেলা। লো স্কোরিং ম্যাচে পাক মেয়েদের ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় মেয়েরা। প্রথম ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৬৯ রান তোলে ভারতীয় দল। পুনম রাউত সর্বোচ্চ ৪৭ এবং সুষমা ভার্মা ৩৩ রান করেন। নাশরা সান্ধু ২৬ রানে চারটি এবং সাদিয়া ইউসুফ ৩০ রানে দুটি উইকেট নেন। জবাবে পাক মেয়েরা শুরু থেকে বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ৭৪ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক সানা মির সর্বোচ্চ ২৯ এবং নাহিদা খান ২৩ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। একতা বিস্ট মাত্র ১৮ রানে নেন ৫ উইকেট। অসুস্থ বাদলের শয্যাপাশে নাবিল স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় পুরস্কারপ্রাপ্ত, সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি বাদল রায় মস্তিষ্কে রক্তক্ষরণে সুস্থ অবস্থায় বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত আছেন। বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সোমবার সিঙ্গাপুরে বাদল রায়কে দেখতে যান। তিনি বাদলের দ্রুত আরোগ্য লাভের মাধ্যমে যাতে সবার সঙ্গে সব কর্মকা-ে শীঘ্রই অংশ নিতে পারেন সে ইচ্ছা ও প্রার্থনার কথা জানান। পরবর্তীতে বাদল রায় তার আরোগ্য লাভের প্রত্যাশায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
×