ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষ্ণাদের আরও শাণিত করতে চান কোচ ছোটন

প্রকাশিত: ০৬:৩১, ৪ জুলাই ২০১৭

কৃষ্ণাদের আরও শাণিত করতে চান কোচ ছোটন

রুমেল খান ॥ আন্তর্জাতিক অঙ্গনে পুরুষদের ফুটবল অনেক আগেই রসাতলে গেছে, তবে মহিলা ফুটবল ঠিকই ভাল অবস্থানে আছে। দেশের ফুটবলের গত কয়েক বছরের সাফল্য সব মহিলা ফুটবলেই। তাদের সামনে আগামী সেপ্টেম্বরে অগ্নিপরীক্ষা। থাইল্যান্ডে গিয়ে খেলতে হবে ‘এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে’র চূড়ান্ত পর্ব। সেখানে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সবাই কঠিন দল। তারপরও ভাল ফল করার স্বপ্নই লালন করছে বাংলাদেশ দল। তবে সেখানে যাওয়ার আগে নিজেদের দলকে আরও শাণিত-পরিণত করে নিতে চান দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। লক্ষ্য কঠিন, তবে স্বপ্ন সীমাহীন। থাইল্যান্ডে যাবার আগে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ছোটনের শিষ্যাদের। এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি’তে পড়েছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ হচ্ছে জাপান, উত্তর কোরিয়া ও অস্ট্রেলিয়া। কোন সন্দেহ নেই তিনটি দলই বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে। কিন্তু তাই বলে মাঠের লড়াই শুরুর আগেই মানসিকভাবে হেরে যেতে নারাজ ছোটনবাহিনী। এ জন্য প্রস্তুতিতে কোন কমতি রাখার পক্ষে নয় তারা। ইতোমধ্যেই সিঙ্গাপুর, চীন ও জাপানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে (জাপানে দু’বার)। আগামী ১১ সেপ্টেম্বর আসরের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম পরীক্ষায় অবতীর্ণ হবে কৃষ্ণারা। দ্বিতীয় গ্রুপ ম্যাচে ১৪ সেপ্টেম্বর জাপান এবং ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সেপ্টেম্বরের মাঝামাঝি ওই সময়টায় থাইল্যান্ডের চনবুড়ি শহরের তাপমাত্রা থাকবে ২৫-৩২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া ও থাইল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব শীঘ্রই ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া যাবার কথা রয়েছে লাল-সবুজ বাহিনীর। কিছুদিন আগেই জাপানের ওসাকায় গিয়ে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলে এলো কৃষ্ণারা। সেখানে দু’টিতেই বড় ব্যবধানে হেরেছে তারা। তবে প্রস্তুতি ম্যাচ বলে এমন হারে মোটেও দুশ্চিন্তায় নেই টিম ম্যানেজমেন্ট। কোচ ছোটনও মনে করছেন জাপানে খেলার এই অভিজ্ঞতা হবে মূল পর্বে আত্মবিশ্বাসের বারুদ। এখন বরং টিম কম্বিনেশন ও পজেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। চূড়ান্ত পর্বের আগে শিষ্যরা নিজেদের ভুলত্রুটিগুলোও শুধরে নেবেÑ এমনটাই বিশ্বাস তার। এ প্রসঙ্গে ছোটনের ভাষ্য, ‘জাপানে আমাদের পরিকল্পনা ছিল বেশি বয়সী নারীদের সঙ্গে খেলা। এখানে রেজাল্ট মুখ্য বিষয় নয়। ওখানে খেলার অভিজ্ঞতা মেয়েদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে সহায়তা করবে।’ জাপানে খেলে আসার পর কোচ ফুটবলারদের নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সেরেছেন। ঈদের ছুটি কাটিয়ে শনিবার থেকে বাফুফে টার্ফে নিবিড় অনুশীলনও শুরু করে দিয়েছে ছোটন-শিষ্যারা। প্রথমদিনেই ক্যাম্পে যোগ দিয়েছে সব ফুটবলার। মধ্য আষাঢ়ের ইলশেগুঁড়ি বৃষ্টি ছাপিয়ে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে কৃষ্ণা-সানজিদাদের নিবিড় অনুশীলনই বলে দেয় আসন্ন এএফসি চ্যাম্পিয়নশিপকে নিয়ে ঠিক কতটা মনোযোগী তারা। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় ১ বছরের ক্যাম্প করছে তহুরা-মারজিয়ারা। অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। নিজেদের সামর্থ্য ভালই জানে মৌসুমী-স্বপ্নরা। ধীরে ধীরে উন্নতি করছে তারা। এ ছাড়া প্রস্তুতি ম্যাচগুলো বাড়িয়েছে আত্মবিশ্বাস। উল্লেখ্য, এর আগে ছোটনের শিষ্যারা দু’দফায় জাপানে গিয়ে ১০টি (৫ জয়, ২ ড্র, ৩ হার), সিঙ্গাপুরে গিয়ে ২টি (২ হার) এবং চীনে গিয়ে ৫ ম্যাচ (৩ জয়, ১ ড্র, ১ হার) ম্যাচ খেলে এসেছিল।
×