ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের মহড়ায় সফল রাশিয়া

প্রকাশিত: ০৬:২৮, ৪ জুলাই ২০১৭

বিশ্বকাপের মহড়ায় সফল রাশিয়া

গোলাম মোস্তফা ॥ দারুণ সাফল্যের সঙ্গেই সম্পন্ন হলো ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৭। রাশিয়ার চারটি শহরে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। শহরগুলো হলো সেন্ট পিটার্সবার্গ, কাজান মস্কো এবং সোচি। রবিবার সেন্ট পিটার্সবার্গের ফাইনালে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা চিলিকে পরাজিত করে ফিফা কনফেডারেশন্স কাপের নতুন চ্যাম্পিয়ন হয় জার্মানি। যারা ২০১৪ সালে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ফিফা কনফেডারেশন্স কাপ মূলত বিশ্বকাপেরই প্রস্তুতি-মঞ্চ। কনফেডারেশন্স কাপের এবারের আসর অত্যন্ত সাফল্যের সঙ্গেই শেষ হয়। এটাই প্রমাণ করে যে, রাশিয়া এখন ২০১৮ বিশ্বকাপের জন্যও শতভাগ প্রস্তুত। নিখুঁত এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কনফেডারেশন্স কাপ অনুষ্ঠিত হওয়ায় মুগ্ধ-বিমোহিত চ্যাম্পিয়ন জার্মানির অভিজ্ঞ কোচ জোয়াকিম লো। আয়োজকদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি রাশিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে জোয়াকিম লো বলেন, ‘রাশিয়াকে অনেক অনেক ধন্যবাদ। আয়োজক হিসেবে তারা সত্যিই অসাধারণ। এখানকার বিভিন্ন শহরে খেলে আমরা খুবই উপভোগ করেছি। এখানকার স্টেডিয়ামগুলোতে খেলার চমৎকার পরিস্থিতি দেখেছি আমরা। এই কৃতিত্ব আয়োজকরা পাওয়ার যোগ্য। সেইসঙ্গে এখানে অসাধারণ কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছি আমরা।’ এদিকে রাষ্ট্রীয়ভাবে ডোপিংয়ের মদদ দেয়ার অভিযোগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে ছিল নানা সমালোচনা। তবে এ ব্যাপারে দেশটি থেকে ২০১৮ বিশ্বকাপ ভেন্যু সরিয়ে নেয়ার কোন সম্ভাবনা নেই বলে শুরু থেকেই পরিষ্কারভাবে জানিয়ে এসেছেন বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। তার মতে ফিফা কনফেডারেশন্স কাপের সফল আয়োজনই প্রমাণ করে যে, রাশিয়াতে বিশ্বকাপও আয়োজন করার ক্ষেত্রে আর কোন সমস্যা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট শুরুর আগে আমরা অনেক সমস্যার কথাই শুনে এসেছি। কিন্তু এবার আমরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করলাম।’ এ সময় ফিফার সভাপতি কৌতুক করে আরও বলেন, ‘যদি কোন টুর্নামেন্টে এ রকম সমস্যা হয় তা অবশ্যই ভাল, আমি আরও অনেক এ রকম টুর্নামেন্ট আয়োজন করতে রাজি আছি।’ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপেও ফিফার পরীক্ষা-নিরীক্ষার পরই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ইনফ্যান্টিনোর মতে রাশিয়া বিশ্বকাপও ঠিক সে রকম হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিফা ছাড়া অন্য কারও পরীক্ষার ভিত্তিতে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ অথবা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ফিফা কোন ব্যবস্থা নেয়নি, রাশিয়া বিশ্বকাপেও নেবে না। এ জন্য যদি কোন খারাপ কিছু হয়ে থাকে তাহলে সেটির দায়-দায়িত্বও আমাদের। তবে ডোপিং বিরোধী যে কাজ আমরা নিজেরা করছি তার প্রতি আমাদের আস্থা রয়েছে।’ ফিফা কনফেডারেশন্স কাপের এবারের আসরে ১৬টি ম্যাচ হয়েছে। যেখানে কোন ধরনের সমস্যা ছাড়াই সবগুলো ম্যাচ শেষ হয়েছে। এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর)। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিওবা ফিফা সভাপতি ইন্টফ্যান্টিনো এটাকে বলছেন, ‘ফুটবলের ভবিষ্যত।’ এদিকে সাবেক কিংবদন্তি রেফারি এবং বর্তমানে ফিফার রেফারিদের সংগঠনের চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা বলছেন, ‘ভুল সংশোধন করার জন্য এটা খুবই ইতিবাচক। এটা কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়েও আমরা সতর্ক। তবে কিছু কিছু ম্যাচে সঠিকভাবে সম্পন্ন হওয়াটা আমাদের কাছে বিস্ময়করই মনে হয়েছে।’ এদিকে দেশটির স্থানীয় আয়োজক কমিটির প্রধান এ্যালেক্সি সোরোকিনের দাবি রাশিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুত।
×