ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার তিন নারী রিমান্ডে

প্রকাশিত: ০৬:০১, ৪ জুলাই ২০১৭

কুষ্টিয়ায় জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার তিন নারী  রিমান্ডে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার সন্দেহভাজন তিন নারী জঙ্গী সদস্যকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খবর বাসস’র। সোমবার দুপুরে ভেড়ামারা থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিন নারীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মোর্শেদ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আসামিরা হচ্ছে- তিথি খাতুন, সুমাইয়া ও টলিআরা বেগম। আটক তিন নারী ছাড়াও এ মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। শনিবার ভেড়ামারায় জঙ্গী আস্তানা থেকে ওই নারীরা ছাড়াও বাড়ির মালিক নাসিমা বেগমকে আটক করে ৫৪ ধারায় আদালতে হাজির করে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার কুষ্টিয়া ভেড়ামারার বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে জঙ্গী আস্তানা সন্দেহে অপারেশন ‘টেপিড পাঞ্চ’ নামে অভিযান চালায় কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) বোমা নিষ্ক্রিয়কারী টিম, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।
×