ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাপড় ধোবে হ্যাঙ্গার

প্রকাশিত: ০৫:৪৮, ৪ জুলাই ২০১৭

কাপড় ধোবে হ্যাঙ্গার

ময়লা কাপড় ধোয়ার ঝক্কি থেকে রেহাই দেবে এক ধরনের হ্যাঙ্গার। জাপানের প্রযুক্তি জায়ান্ট প্যানাসনিক এই হ্যাঙ্গার তৈরি করেছে। খবরে বলা হয়েছে, ঘামে ভেজা অথবা ময়লা দুর্গন্ধযুক্ত যে কোন শার্ট অথবা কোট এই হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে তা আপনি আপনি সাফ হয়ে যাবে। পাশাপাশি ওই কাপড় দিয়ে ছড়াবে সুগন্ধি। সম্প্রতি জাপানে প্যানাসনিক কর্তৃপক্ষ এই হ্যাঙ্গারের পরীক্ষামূলক ব্যবহার করে সুফল পেয়েছে। কোম্পানি কর্তৃপক্ষের দাবি, এই হ্যাঙ্গার দিয়ে এক ধরনের ন্যানো কণা নির্গত হয়ে বাতাস আকারে কাপড়ের চারদিকে ছড়িয়ে পড়বে এবং কাপড় সাফ করবে। অবশ্য এই প্রক্রিয়া খালি চোখে দেখা যাবে না। হ্যাঙ্গারটি বিদ্যুত অথবা ব্যাটারি দিয়ে চলবে। এটির নাম দেয়া হয়েছে ডিওডোরেন্ট হ্যাঙ্গার এমএস। প্রাথমিকভাবে হ্যাঙ্গারটির দাম ধরা হয়েছে ১৮০ ডলার। সহজে বহনযোগ্য এই হ্যাঙ্গার বিশেষ করে কাপড়ের সঙ্গে লেপ্টে থাকা ঝোলের দাগ অথবা সিগারেটের গন্ধ দূর করতে বেশি পারঙ্গম। ২০২০ সাল নাগাদ এই হ্যাঙ্গার জাপানে সচরাচর পাওয়া যাবে। -এনগ্যাজেট অবলম্বনে।
×