ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষণে চট্টগ্রামে পাঁচ শ’ কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত ॥ মেয়র

প্রকাশিত: ০৫:৪৮, ৪ জুলাই ২০১৭

বর্ষণে চট্টগ্রামে পাঁচ শ’ কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাম্প্রতিক বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম নগরীর ২৫ থেকে ৩০ শতাংশ সড়ক। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প এবং গৃহীত পরিকল্পনাও গণমাধ্যমকে অবহিত করেন। বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসন এবং সাম্প্রতিক বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতকরণে কর্পোরেশনের উদ্যোগে গৃহীত উদ্যোগ এবং চলমান কার্যক্রম অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্পোরেশন মিলনায়তনে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, জুন মাসের বর্ষণে নগরীর সড়কগুলোর প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতে বিনষ্ট হয়েছে ২৫ থেকে ৩০ শতাংশ সড়ক। বৃষ্টির মধ্যেই ব্রিক সলিং এবং ভাঙ্গা ইট দিয়ে সড়ক মেরামত করে যানবাহন চলাচলে উপযোগী করা হচ্ছে। আবহাওয়া অনুকূল হলে এসফল্ট প্ল্যান্ট দ্বারা কার্পেটিং সম্পন্ন করা হবে। জলাবদ্ধতা নিরসনে খালগুলোর উন্নয়ন, ব্রিজ-কালভার্ট মেরামত এবং নির্মাণে চলমান প্রকল্পের বর্ণনায় তিনি জানান, সরকারী অর্থায়নে ৭১৬ কোটি ২৮ লাখ টাকার কাজ চলমান রয়েছে। বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ৩২৭ কোটি টাকার খাল খনন এবং ২০০ কোটি টাকার নতুন এসফল্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। নতুন খাল খননে ৬০ কোটি টাকা ছাড় দিয়েছে মন্ত্রণালয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চসিক মেয়র একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে নগরবাসীর সচেতনতা এবং দায়িত্বশীলতাও কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, মোঃ মোরশেদ, এইচএম সোহেল, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল উর্ধতন কর্মকর্তারা।
×