ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নার্সিংয়ে ৯০ ভাগ নারী কোটার বিধান স্থগিত

প্রকাশিত: ০৫:৪৭, ৪ জুলাই ২০১৭

নার্সিংয়ে ৯০ ভাগ নারী কোটার বিধান স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সরকারী প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে ৯০ শতাংশ নারী কোটার বিধান রেখে নয় বছর আগে জারি করা একটি প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নারীদের জন্য ৯০ শতাংশ কোটার এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীস বিশ্বাসের করা মানহানি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির অভিযোগে আরও দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। বিএসসি ইন নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে ৯০ শতাংশ নারী কোটার বিধান রেখে নয় বছর আগে জারি করা একটি প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি উইংয়ের অতিরিক্ত সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারসহ নয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান। ২০০৮ সালের ৩ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও পরিদর্শন শাখা থেকে সরকারী সেবা ইনস্টিটিউট ও কলেজের চার বছর মেয়াদী বিএসসি নার্সিংয়ে ভর্তিসংক্রান্ত একটি নীতিমালা জারি করা হয়। ওই নীতিমালায় নার্সিং কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত শর্তাবলী অধ্যায়ের ৮ নম্বর কলামে বলা হয়, সেবা ইনস্টিটিউট বা কলেজের মোট আসনের সংখ্যার অনধিক ১০ শতাংশ আসন পুরুষ প্রার্থী দিয়ে পূরণ করা হবে। বাকি ৯০ শতাংশ ভর্তি করা হয় নারী শিক্ষার্থী। ভর্তি ক্ষেত্রে এ বিধানকে সংবিধানের ২৮ (৩) অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে ভর্তি সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত সোমবার এ রুল জারি করেন। মানহানির মামলা স্থগিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীস বিশ্বাসের করা মানহানি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে, এ মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। সোমবার বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। বুলুর দুই মামলায় জামিন গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির অভিযোগে আরও দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এর ফলে অর্ধশতাধিক মামলার মধ্যে হাইকার্টে মোট ১২ মামলায় জামিন পেয়েছেন তিনি। সোমবার বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় শুনানি শেষে জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে বরকত উল্লাহ বুলুর আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার সাকিব মাহবুব। সাকিব মাহবুব বলেন, বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা রয়েছে।
×