ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃণমূল নেতাদের কাছে ওবায়দুল কাদেরের তিন নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জুলাই ২০১৭

তৃণমূল নেতাদের কাছে ওবায়দুল কাদেরের তিন নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ সারাদেশে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার জন্য তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে যেসব এলাকায় দলের নিজস্ব কার্যালয় নেই এবং আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের যেসব প্রবীণ ত্যাগী নেতা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণের জন্যও সারাদেশের নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার এক বিবৃতিতে সুনির্দিষ্টভাবে এই তিনটি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের সারাদেশের তৃণমূল নেতাদের উদ্দেশ করে বলেন, যেসব সাংগঠনিক জেলা-মহানগর-উপজেলা-থানা ও পৌর শাখা দলের সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করেননি, অতিদ্রুত সময়ের মধ্যে তাদের ধানম-িস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। সদস্য সংগ্রহ ফরম সংগ্রহ করে নিজ নিজ এলাকায় সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচী জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগের যে সকল জেলা-উপজেলা-পৌরসভা শাখার স্থায়ী-অস্থায়ী ঠিকানা নেই এবং যে সকল জেলা-উপজেলা-পৌরসভা শাখার নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়নি, তাদের তথ্য অনতিবিলম্বে আওয়ামী লীগের ধানম-িস্থ কার্যালয়ে প্রেরণ করতে হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের অনেক ত্যাগী নেতাকর্মী অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন। এই ধরনের নেতাকর্মীদের তালিকাও প্রস্তুত করে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবৃতিতে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় আক্রান্ত উপদ্রুব এলাকায় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতা জোরদার করার জন্যও অনুরোধ জানিয়েছেন।
×