ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে শিশু হত্যা ॥ সৎ বাবা আটক

প্রকাশিত: ০৫:১৭, ৪ জুলাই ২০১৭

ঝিনাইদহে শিশু হত্যা ॥ সৎ বাবা আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩ জুলাই ॥ কালীগঞ্জে ইসমাইল হোসেন (১০) নামের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। রবিবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। সোমবার সকালে গ্রামের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর সৎ বাবা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার বিকেলে শিশু ইসমাইল হোসেন তার সৎ বাবা ফারুকের সঙ্গে মাঠে যায়। সন্ধ্যার দিকে তার বাবা মাঠ থেকে বাড়ি ফিরে এলেও ইসমাইল আসে না। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার সকালে গ্রামের লোকজন মাঠে কাজ করতে গিয়ে পাটক্ষেতের ভেতরে তার লাশ দেখতে পায়। গ্রামবাসী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঈদ পুনর্মিলনী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের চাঙ্গা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত সাকোকাঠী এলাকায় ঈদ পুনর্মিলনী সভা করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। যুবলীগ নেতা হাফিজুর রহমান মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। সাংস্কৃতিক সংগঠনকে অনুদান নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩ জুলাই ॥ বরিশাল বিভাগের ৬ জেলায় ২০১৬-১৭ অর্থবছরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ৫২ সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকারী অনুদান বরাদ্দ করা হয়েছে। ৫২ প্রতিষ্ঠানকে বার্ষিক সর্বোচ্চ ৩৫ হাজার টাকা থেকে সর্বনি¤œ ২০ হাজার করে ১১ লাখ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সূত্র অনুযায়ী বরিশাল জেলায় ৭টি থিয়েটার সংগঠনসহ ১৩ সংগঠনকে ২ লাখ ৫৫ হাজার টাকা, ঝালকাঠি জেলায় ৯ সংগঠনকে ২ লাখ ৫ হাজার টাকা, বরগুনা জেলায় ১২ সংগঠনকে ২ লাখ ৭৫ হাজার টাকা, পটুয়াখালী জেলায় ৮ সংগঠনকে ১লাখ ৮০ হাজার টাকা, পিরোজপুর জেলায় ৮ সংগঠনকে ১ লাখ ৭০ হাজার টাকা ও ভোলা জেলার ২ সংগঠনকে ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
×