ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:১৬, ৪ জুলাই ২০১৭

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ জুলাই ॥ সরকারী কাজে বাধা প্রদান ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে খাদ্য কর্মসূচী- ভিজিএফ তালিকা প্রদানে অপারগতা প্রকাশ করায় সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের সচিব শামসুজ্জামানকে মারপিটের অভিযোগে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমকে আসামি করে সোমবার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের সচিব শামসুজ্জামান গত ২৮ জুন সকালে নিজ দফতরে কর্মরত থাকাকালে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে খাদ্য কর্মসূচী- ভিজিএফ তালিকাটি তাকে দিতে বলেন। এ সময় সচিব শামসুজ্জামান চেয়ারম্যানের অনুমতি ছাড়া ওই তালিকা প্রদানে অপারগতা প্রকাশ করেন। এতে রবিউল আলম ভীষণ উত্তেজিত হয়ে সচিব শামসুজ্জামানকে প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে এলোপাতাড়ি বুকে-পিঠে কিলঘুষি ও পেটে লাথি দিয়ে গুরুতর আহত করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন সচিবকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সচিব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং সোমবার সদর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে রবিউল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য মোবাইল ফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। অভিযোগের ব্যাপারে সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার তদন্ত সাপেক্ষে রবিউল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। বশেমুরকৃবিতে অটাম টার্মের ওরিয়েন্টেশন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অটাম’১৭ টার্মে ভর্তিকৃত এমএস ও পিএইচডি ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সালনাস্থিত বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সোমবার এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দীন মিয়া। অনুষ্ঠানে প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ গ্র্যাজুয়েট প্রোগ্রামের নিয়ম-নীতি ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। প্রফেসর ড. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রামে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ জহুরুল আমিন, প্রক্টর প্রফেসর রশীদুল হাসান ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ড. ইমরুল কায়েস। তিন গুণীর স্মরণসভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় তিন গুণীর স্মরণসভা হয়েছে। সদ্য প্রয়াত গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ কলিম উল্লাহ্ ও তার সহধর্মিণী রওশন আরা বেগম এবং সড়ক দুর্ঘটনায় নিহত গজারিয়া কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মনোজ কুমার রায় স্মরণে এই সভা হয়। সোমবার কলিম উল্লাহ কলেজ নিজস্ব মাঠে এই স্মরণসভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
×