ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনীর কর্পোরাল ও শ্রমিকসহ নিহত ৮

প্রকাশিত: ০৫:১৬, ৪ জুলাই ২০১৭

বিমানবাহিনীর কর্পোরাল ও শ্রমিকসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এছাড়া নওগাঁ, গাজীপুর, নাটোর, বরিশাল, ভোলা, ফরিদপুর ও সাভারে নারীসহ ৭জন নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবরÑ চট্টগ্রাম ॥ নগরীর পতেঙ্গা এলাকায় বাসচাপায় বিমানবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে পতেঙ্গায় জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং কোম্পানির গেইটে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, নিহত তাজুল ইসলাম (৩৫) বিমানবাহিনীতে কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি স্টিলমিল বাজার থেকে মালপত্র নিয়ে বাইসাইকেলে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিটি সার্ভিসের বাসের ধাক্কায় অকুস্থলেই তার মৃত্যু হয়। নিহত কর্পোরাল তাজুল ইসলামের মরদেহ নৌবাহিনী হাসপাতালে রাখা হয়। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নওগাঁ ॥ সোমবার সকাল ৯টার দিকে আত্রাইয়ে ভটভটি উল্টে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নিহত হয়েছেন। সমাসপাড়া রোডের শ্রীধরগুড়নই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রইচ উদ্দিন এদিন সকালে মালবোঝাই ভটভটিতে চড়ে সমাসপাড়া হাটে যাচ্ছিলেন। ভটভটির এক চাকা গর্তে পড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রইচ উদ্দিন ভটভটির নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে এলাকাবাসী উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর ॥ কালিয়াকৈরে সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কারখানার কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতের নাম- নাসির উদ্দিন (৩৫)। সে টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি এলাকার আজমত আলীর ছেলে। তিনি ওয়ালটন কারখানার আরএনডি এ্যালুমিনিয়াম সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চন্দ্রা এলাকায় ভাড়া বাসায় থেকে নাসির উদ্দিন স্থানীয় ওয়ালটন কারখানায় চাকরি করতেন। তিনি নাইট শিফটের ডিউটি শেষে সোমবার সকালে বাসায় ফিরছিলেন। কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়াগতিতে কালিয়াকৈরগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসির মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ চালকসসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। আটক ট্রাকচালকের নাম আব্দুল মজিদ। তিনি নাটোর জেলা সদরের চরতেলবাড়ি এলাকার মোকসেদ আলীর ছেলে। নাটোর ॥ গুরুদাসপুরে বাস ও লং ট্রাকের সংঘর্ষে ট্রলির চালক তরিকুল ইসলাম তারেক নিহত ও বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে। সোমবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রলি চালক তরিকুল ইসলাম তারেক ঠাকুরগাঁ সদরের মৃত মতিউর রহমানের ছেলে। নাটোর সদর হাসপাতালে ভর্তিকৃত আহতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ থানার চৌবাড়িয়া এলাকার আল আমিন, নাটোরের লালপুর থানার ফুলবাড়ি এলাকার আব্দুল করিম ও নওগাঁ জেলার মান্দা থানার পারহিল এলাকার সৈয়দ। অপরজনের জ্ঞান না থাকায় তার নাম পাওয়া যায়নি। সোমবার সকালে পাবনাগামী যাত্রীবাহী বাস গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় বিপরীতমুখী মাটিকাটা ভেকু মেশিন বহনকারী লং ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রলির চালক তরিকুল ইসলাম তারেক মারা যান এবং বাসের অন্তত ৫ যাত্রী আহত হয়। বরিশাল ॥ মুলাদী উপজেলার বড়ইয়া কাজিরচর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক জামাল বেপারী (৩২) নিহত ও শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত জামাল ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মকবুল বেপারীর ছেলে। আহতরা হলেন উপজেলার উত্তর কাজিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবিএম রুহুল আমিন, মোঃ জহিরুল ইসলাম ও পথচারী মিজানুর রহমান। জানা গেছে, মুলাদী সদর থেকে দুই যাত্রী নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জামাল মীরগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলটি বড়ইয়া কাজিরচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এস.আর-১১১ নামের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মুলাদী ও পরে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চালক জামাল বেপারী মারা যায়। ভোলা ॥ বোরহানউদ্দিনে বাস চাপায় নকিব (২৫) নামে রিক্সাচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ১২টায় মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নকিব একই উপজেলার রানীগঞ্জের ফজর আলী বাড়ির মোঃ মজিবর রহমানের ছেলে। পুুলিশ জানায়, নকিব রিক্সায় দুইজন যাত্রী নিয়ে মিলন বাজার পার হচ্ছিল। এ সময় চরফ্যাশন থেকে আসা দ্রুতগতির যাত্রিবাহী বাস নকিবের রিক্সা চাপা দেয়। এতে নকিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুর ॥ দুটি যাত্রীবাহী বাসের সামনা সামনি সংঘর্ষে এক বাসের সুপারভাইজার নিহত এবং দুই চালক ও যাত্রীসহ ১১ জন আহত হয়েছে। মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব (২৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে বরিশালগামী পদ্মা পরিবহনের বাসের সঙ্গে মাগুরাগামী রাসেল পরিবহনের বাসের সামনা সামনি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় দুটি বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীসহ ১২ জন আহত হয়। এর মধ্যে দুই চালক ও সুপারভাইজারসহ চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল পরিবহনের সুপারভাইজার রাজিব মারা যায়। সাভার ॥ আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত নারী (২৫) নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘বিশমাইল’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকালে মহাসড়কের ‘বিশমাইল’ এলাকায় অজ্ঞাত ওই নারীকে যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সাভার হাইওয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×