ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

প্রকাশিত: ০৫:১৪, ৪ জুলাই ২০১৭

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জমি নিয়ে বিরোধে উভয়পক্ষের সংঘর্ষে ফজলে রহমান (৫৫) নামের কৃষি শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের বাজার মৌজা গ্রামে। সংঘর্ষে উভয়পক্ষে নারীসহ ৯ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সকাল ৭টার দিকে ওই গ্রামের কৃষক বোরহান উদ্দিনের জমি দখল করে একই গ্রামের কৃষক আনিছুর রহমান হাল চাষে জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। আমনের চারা রোপণের জন্য দিন হাজিরায় কৃষি শ্রমিক ফজলে রহমানকে নিয়ে যান কৃষক আনিছুর রহমান। জমির মালিক বোরহান উদ্দিন বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষে বাধে। এতে উভয় পরিবারের ৯ জন আহত হয়েছে। আহতের মধ্যে কৃষি শ্রমিক ফজলে রহমানকে ডিমলা উপজেলা হাসপাতাল নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় আহত আনিছুর রহমানসহ স্ত্রী মরিয়ম বেগম, জুয়েল রানা, নয়ন ইসলামকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আবার আনিছুর রহমান ও তার স্ত্রী মরিয়ম বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে বোরহান উদ্দিনের পরিবারের ৫ জন সদস্য গুরুত্ব আহত হওয়ায় তাদের সরাসরি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনায় হামলা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ জুলাই ॥ দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কলমাকান্দা উপজেলা বিএনপি। সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাঠান বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক বজলুর রহমান পাঠান, বিএনপি নেতা শফিকুল ইসলাম, যুবদলের সভাপতি নাজিম আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ও রুবেল ভূঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, গত ২৩ জুন কলমাকান্দায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সেলিম খান নামে ছাত্রলীগ কর্মী আহত হয়। কিন্তু স্থানীয় ছাত্র ও যুবলীগ ওই ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে দলীয় কার্যালয়ে হামলা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম কেরনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করে। মাছের পোনা অবমুক্তকরণ উৎসব নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ জুলাই ॥ বর্ষা মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুলিশ মাছের পোনা অবমুক্তকরণ উৎসব পালনের কর্মসূচী গ্রহণ করেছে। সোমবার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ পুলিশ লাইনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানসহ সিনিয়র পুলিশ অফিসারবৃন্দ। সেবাবঞ্চিত প্রতিবন্ধীরা বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আত্রাই উপজেলার প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রে দীর্ঘদিন থেকে কন্সালট্যান্ট ও সহকারী কন্সালট্যান্ট নেই। ফলে এলাকার হাজার হাজার প্রতিবন্ধী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতিবন্ধী জরিপ ও সেবা কার্যক্রম চরমভাবে বিঘিœত হচ্ছে। জানা গেছে, আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে সাড়ে তিন হাজারেরও বেশি প্রতিবন্ধী রয়েছে। তারা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছে। প্রতিবন্ধী জরিপের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ ও আনুষঙ্গিক কাগজপত্র সম্পাদন করতে হয়। কিন্তু এ উপজেলায় দীর্ঘদিন থেকে কন্সালট্যান্ট ও সহকারী কন্সালট্যান্টের পদ শূন্য থাকায় একদিকে প্রতিবন্ধী জরিপ কার্যক্রম হচ্ছে না, অন্যদিকে প্রতিবন্ধীদের প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চরমভাবে বিঘিœত হচ্ছে।
×