ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১১

প্রকাশিত: ০৫:১৪, ৪ জুলাই ২০১৭

হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষ ॥ আহত ১১

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজিবপুরে হাঁসের বাচ্চা নেয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। গুরুতর সাত জনকে রাজিবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজিবপুর সদর ইউনিয়নের কড়াইডাঙ্গীপাড়া গ্রামে। এলাকাবাসী জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে আবুল হোসেনের হাঁসের বাচ্চা ভাতিজা বাক্কার আলীর হাঁসের বাচ্চার সঙ্গে মিশে যায়। বাক্কার আলীর চাচী হাঁসের বাচ্চাটি বাক্কারের বাড়ি থেকে আনতে গেলে তাকে গালমন্দ করে। গালিগালাজের জের ধরে বাক্কার ও ফজর গং দা, শাবল, ও লাঠিসোটা নিয়ে জড়িয়ে পড়ে। কালকিনি প্রেসক্লাবের কমিটি ঘোষণা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ জুলাই ॥ ঐতিহ্যবাহী কালকিনি প্রেসক্লাবের এইচ এম মিলন (যুগান্তর) সভাপতি ও জাফরুল হাসানকে (জনকণ্ঠ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাব হলরুমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে বাহাউদ্দিন সাহিদ সহ-সভাপতি, কায়কোবাদ শামীম সহ-সম্পাদক, আসাদুজ্জামান দুলাল সাংগঠনিক সম্পাদক, জাকির হোসেন অর্থ সম্পাদক, মেহেদী হাসান শাওন দফতর সম্পাদ, নাসিরউদ্দিন ফকির লিটন প্রচার সম্পাদক, সাহেদ হোসেন সাহিত্য ও পাঠাগার এবং আবির হাসান পারভেজ সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সদস্যপদে দেলোয়ার হোসেন দুলাল, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, হারুন-অর রশিদ ও মাসুদ আহম্মেদ কায়ুম নির্বাচিত হয়েছেন। রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার ৯ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরী ও জেলার চারঘাটে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিলসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নগরীতে ২২ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে বিনা নামে এক নারী। সোমবার সকালে পঞ্চবটি এলাকায় বিনার বাড়িতে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে। এদিকে রাজশাহীর চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ মাদক সেবনের অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে এদের গ্রেফতার করা হয়।
×