ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে উগান্ডার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত

প্রকাশিত: ০৫:১১, ৪ জুলাই ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে উগান্ডার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সোমবার বঙ্গভবনে উগান্ডার অনিবাসী হাইকমিশনার এলিজাবেথ পলা ন্যাপেয়ক বিদায়ী সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাসসকে বলেন, সাক্ষাতকালে হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধুপ্রতীম দুই রাষ্ট্রের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, উগান্ডা তাদের কৃষিজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের বিশেষজ্ঞ জ্ঞান ও কৃষি প্রযুক্তির সহায়তা নিতে পারে। রাষ্ট্রপতি সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানোর জন্য দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বিদায়ী হাইকমিশনার আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের বর্তমান অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং এসব অভিজ্ঞতা ও অগ্রগতির কৌশলসমূহ তার নিজের দেশের ক্ষেত্রে প্রয়োগের আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ অদূর ভবিষ্যতে আরও উন্নতি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজশাহীতে পিস্তলসহ তিন যুবক আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়েছে। নগরীর শাহ মখদুম থানার কুলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কুলপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে শরীফুল ইসলাম ওরফে তুষার, শাহাব উদ্দিনের ছেলে সোহাগ ইসলাম ও নূর ইসলামের ছেলে আমিনুল ইসলাম। গরম থেকে বাঁচতে গত কয়েকদিন ধরে ফিলিস্তিনে প্রচ- তাপপ্রবাহ বইছে। এ থেকে বাঁচতে একটি শিশু বরফের শরবত খাচ্ছে। ছবিটি রবিবার তোলা -এএফপি উটপাখির ছানা সম্প্রতি পশ্চিম জামার্নিতে জন্ম নেয় উটপাখির এই ছানাটি। মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটছে এটি। ছবিটি রবিবার তোলা... এএফপি
×