ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপা বিএনপির স্থানে যেতে চায় না ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:১১, ৪ জুলাই ২০১৭

জাপা বিএনপির স্থানে যেতে চায় না ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অনেকে বলেন বিএনপি এর জায়গায় আমরা যাব, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। কারণ বিএনপি অনেক মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে। আমার হাতে রক্তের দাগ নেই। বিএনপির স্থানে আমরা যেতে চাই না। আমরা আমাদের মত করে রাজনীতিতে জায়গা করে নেব। মানুষের মন জয় করব। সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও অনেক অত্যাচার, অন্যায়, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের পরেও জাতীয় পার্টি ভেঙ্গে যায়নি। তিনি বলেন, ৯ বছর জাতীয় পার্টি দেশ পরিচালনা করেছে। সে সময় আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই ৩৬৫ দিন হরতাল করেছে, ভালভাবে দেশ পরিচালনা করতে দেয়া হয়নি। এরশাদ বলেন, সিলেটের প্লাবনে আখ লাখ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও সিলেটে পাহাড় ধসে মাটি চাপায় মানুষের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে এসব আল্লাহ্্র গজব। ক্ষতিগ্রস্ত মানুষকে রক্ষা করতে হবে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করারও দাবি জানান তিনি। সাবেক সেনা প্রধান এরশাদ বলেন, জেলে থেকে দুইবার পাঁচটি করে আসনে জয়লাভ করে পৃথিবীর ইতিহাসে আমিই বিরল ইতিহাস সৃষ্টি করেছি। আমরা নিঃশেষ হয়ে যাইনি। সুষ্ঠ নির্বাচন দিলে আমরাই বিজয়ী হবো। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দোলায়ার হোসেন খান, সৈয়দ আব্দুল মান্নান, সাইদুর রহমান টেপা, ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মেজর (অব.) খালেদ আখতার, নুরুল ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল, শফিকুল ইসলাম শফিক, নুরুল ইসলাম ওমর প্রমুখ। সৈয়দপুরে গৃহবধূ ও পীরগঞ্জে যুবক নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় কোহিনুর বেগম (৩৫) নামে গৃহবধু নিহত হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঢেলাপীর পোড়ারহাট গ্রামের জামিল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, গৃহবধূ গরু রেললাইনে ধারে বেঁধে রাখেন। গরুটি রেললাইনে উপর উঠে যায়। এ সময় রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন চলে আসে। গরুকে হটিয়ে দিতে পারলেও ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, পীরগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে সৌরভ চন্দ্র রায় (২২) নিহত হয়েছেন। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার বাঁশগাড়া ছোট ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ডেমু ট্রেনটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। বাঁশগাড়া ছোট ব্রীজ এলাকায় সৌরভ রায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
×