ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প এলাকা পরিদর্শন করলেন আইএইএ ডিজি

প্রকাশিত: ০৫:১০, ৪ জুলাই ২০১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প এলাকা পরিদর্শন করলেন আইএইএ ডিজি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প এলাকার ভৌত অবকাঠামো এবং প্রকল্প এলাকা সোমবার পরিদর্শন করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুত অতীব গুরুত্বপূর্ণ। পরমাণু হতে বিদ্যুত উৎপাদনের জন্য অত্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এ প্রকল্প গ্রহণ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমানের প্রশংসা করে বলেন, তাদের আন্তরিকতার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিধিবিধান মেনে প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর আগে বেলা ১১টায় ঢাকা হতে হেলিকপ্টারযোগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমানের নেতৃত্বে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানোসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ আইএইএ’র হেড ফর নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মিলকো কোভাচেভ, বাংলদেশ এ্যাটোমিক এনার্জি রেগুলেরেটি অথরিটির চেয়ারম্যান ড. নাঈম চৌধুরী, মেম্বার মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনোয়ার হোসেন, ভিয়েনার বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. প্রকৌশলী মঞ্জুরুল হক, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের রাশিয়ান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেকজেন্ডার খাজিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরসহ আইএইএ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রকল্পের উর্ধতন কর্মকর্তা। প্রকল্পের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইউকিয়া আমানো বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর প্রধান কাজ হচ্ছে আইএইএ’র সদস্য রাষ্ট্রসমূহের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। এ সংস্থা সাধারণত পরমাণু শক্তির সেফটি ও সিকিউরিটি সঠিকভাবে নিশ্চিত হচ্ছে কি-না বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ‘স্বাধীন পরমাণু শক্তির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১২’ জাতীয় সংসদে পাস করেছে। তিনি বলেন, এ বিল পাস প্রধানমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর একটি ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশ পরমাণু শক্তিসংক্রান্ত কনভেনশন মেনেই কাজ করছে বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশের কোন্ কোন্ ক্ষেত্রে আইএইএ সহযোগিতা করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেকনিক্যাল যেসব প্রজেক্ট বাংলাদেশ গ্রহণ করেছে এবং যেগুলো চলমান রয়েছে সবক্ষেত্রেই আইএইএ সহযোগিতা করছে। তাছাড়া প্রথম পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণকারী দেশ হিসেবে বাংলাদেশের যে ধরনের কারিগরি সহযোগিতা প্রয়োজন তা সবই করা হবে। সেনাপ্রধানের প্রকল্প এলাকা পরিদর্শন এবং মতবিনিময় এদিকে বংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এবিএম শফিউল হক সোমবার দুপুর ১২টায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেনাপ্রধান পরিদর্শন শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেনাপ্রধানের সঙ্গে মতবিনিময়কালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এ প্রকল্পের নিরাপত্তার বিষয়টি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। তবে সেনাপ্রধান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর দ্বারা সমন্বিতভাবে কাজ পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করছেন বলে মন্ত্রী জানিয়েছেন।
×