ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৫:০৯, ৪ জুলাই ২০১৭

রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ইদ্রিস আলী (৩২) নিহত ও ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার ভোরে পায়রাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হওয়ায় খবর পেয়ে বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। এদিকে ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি রুটি সোহেল নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, নিহত ইদ্রিস আলী আন্তঃডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে পুলিশের অস্ত্র ছিনতাই, সড়ক ডাকাতি, মাদক, অস্ত্র ও ধর্ষণসহ ৯টি মামলা রয়েছে। নিহত ইদ্রিস আলী উপজেলার মমিনপুর আবাসন গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। পুলিশ রবিবার সন্ধ্যায় বলদীপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ইদ্রিসের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোরে তাকে নিয়ে তার সহযোগীদের সন্ধান এবং অস্ত্র উদ্ধারের জন্য রওনা দেয়। এ সময় পুলিশের ওই দলটি পায়রাবন্দের জয়রামপুর আনোয়ার গ্রামে যাওয়ার পথে ঈদগাহ্ মাঠ এলাকায় পৌঁছামাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ইদ্রিস আলী গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় ৭ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান, জয়নুল আবেদীন, কনস্টেবল আবদুস ছাত্তার, জাহাঙ্গীর আলম, আখের আলী ও হিরন মিয়া। তাদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ছোরা, ১টি ব্যাকি, রাম দা উদ্ধার করে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জামিনুল হক বাদী হয়ে এ ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেছেন। ওসি জানান, নিহত ইদ্রিস আলীর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ডাকাত ইদ্রিস আলী নিহত হওয়ায় ওই এলাকায় জনসাধারণ আনন্দ উল্লাস করে। বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী। স্থানীয় নূর আলম নামে এক ব্যবসায়ী বলেন, আমি ডাকাত ইদ্রিসের ভয়ে এক বছর থেকে সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে বাইরে বের হই না। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। সে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় আমরা সবাই খুশি। একই কথা বলেন ওই এলাকার শত ত মানুষ। এদিকে ডাকাত সর্দারের মা ইঞ্জিলা বেগম ও বাবা সাখাওয়াত হেসেন বলেন পুলিশ তাদের ছেলেকে মৃত্যুর একদিন আগে গ্রেফতার করে। একরাম হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি রুটি সোহেল নিহত ফেনীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মালার চার্জশীটভুক্ত আসামি সোহেল প্রকাশ রুটি সোহেল নিহত হয়েছে। র‌্যাব-৭ ফেনী সিপিসি-১ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, সোমবার ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েক ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল সেখালে পৌঁছায়। ডাকাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের ওপর গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে সোহেল প্রকাশ রুটি সোহেল (৩৪) নিহত হয়। র‌্যাব ঘটনা স্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার করে।
×