ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইস ব্যাংকে বাংলাদেশের অবস্থান ৮৯তম

প্রকাশিত: ০৫:০৮, ৪ জুলাই ২০১৭

সুইস ব্যাংকে বাংলাদেশের অবস্থান ৮৯তম

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) টাকা জমা রাখায় ২৮২ দেশের মধ্যে ৮৯তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে আছে ভারত; দেশটি ৮৮তম স্থানে অবস্থান করছে। সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে ভারতের পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এ তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে ব্রিটেন। আর ভারত ও বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান (৭১তম)। ২০১৫ সালে দেশটির অবস্থান ছিল ৬৯তম। এছাড়া নেপাল ১৫০তম (৩১২ মিলিয়ন সুইস ফ্রাঁ), শ্রীলঙ্কা ১৫১তম (৩০৭ মিলিয়ন সুইস ফ্রাঁ) এবং ভুটান ২৮২তম স্থানে আছে। সুইস ব্যাংকের কোন দেশের কত টাকা জমা আছে- তা নিয়ে গত বৃহস্পতিবার এনএসবি তথ্য প্রকাশ করে। তথ্য মতে, ২০১৬ সালে বাংলাদেশীদের অর্থ জমার পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ২০ শতাংশ বেড়ে ৬৬ কোটি ১৯ লাখ ফ্রাঁ। -অর্থনৈতিক রিপোর্টার বিশ্বে তুলা উৎপাদন বাড়বে বিশ্বে তুলা উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থা ইউএসডিএ। সংস্থার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বে তুলা উৎপাদন হবে ১১৪.৭ মিলিয়ন বেল, যা আগের পূর্বভাসের চেয়ে প্রায় ১.৩ শতাংশ বেশি। এর আগে বলা হয়েছিল তুলা উৎপাদন হবে ১১৩.২ মিলিয়ন বেল। এ সময়ে তুলা উৎপাদন এক বছর আগের চেয়ে বাড়বে ৮.২ শতাংশ। ‘কটন : ওয়ার্ল্ড মার্কেটস এ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক মাসিক এ প্রতিবেদনে ইউএসডিএ আরও জানায়, বেশ কিছু অঞ্চলে তুলার আবাদ বাড়বে। বিশেষ করে পাকিস্তান, চীন, মেক্সিকোসহ আরও কিছু দেশে আবারও উৎপাদন বাড়ায় সার্বিকভাবে উৎপাদন বাড়বে। তুলার উৎপাদন বাড়ার পাশাপাশি ব্যবহারও ২.২ শতাংশ বাড়বে বলে প্রতিবেদনে জানানো হয়। বিশেষ করে চীন, ভারত ও পাকিস্তান সব দেশেই তুলার ব্যবহার বাড়বে। ২০১৭-১৮ মৌসুমে পাইকারি পর্যায়ে তুলার দাম পাউন্ডপ্রতি গড়ে ৬৪ সেন্ট থাকবে বলে সংস্থা জানায়। -অর্থনৈতিক রিপোর্টার
×