ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্প ব্যয়ে গৃহ নির্মাণে আইডিবি ঋণ দিচ্ছে

প্রকাশিত: ০৫:০৮, ৪ জুলাই ২০১৭

স্বল্প ব্যয়ে গৃহ নির্মাণে আইডিবি ঋণ দিচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশে স্বল্প ব্যয়ে গৃহ নির্মাণের লক্ষ্যে রুরাল এ্যান্ড পেরি-আরবান ফাইন্যান্স প্রকল্পে অর্থায়নের জন্য ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার অনুমোদন করেছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬৫ কোটি টাকা। রবিবার জেদ্দায় ব্যাংকটির নির্বাহী পরিচালক বোর্ডের ৩২০তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে এই সভায় মোট ১০৯ কোটি ৬৪ লাখ ডলার অর্থায়নের অনুমোদন দেয়া হয়। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে বিদ্যুত উৎপাদন, পানি সরবরাহ এবং স্যানিটেশন, শিল্প, আবাসন, যোগাযোগ, কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত। এছাড়া আইডিবির সহযোগিতায় সদস্য রাষ্ট্র নয় এমন দেশগুলোতে মুসলমান সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা প্রকল্প রয়েছে। আইডিবির এই আর্থিক সহায়তা ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বসবাসকারী নিম্ন আয়ের গ্রামীণ জনগোষ্ঠীকে কম খরচে গৃহ নির্মাণে ব্যয় হবে। রাষ্ট্র মালিকানাধীন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) এ দায়িত্ব পাবে। এ্যাকর্ডের চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে নতুন অস্বস্তি দেখা দিয়েছে। ইউরোপীয় ক্রেতা জোট এ্যাকর্ড পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে দ্বিতীয় মেয়াদে আরও তিন বছর থাকাতে ব্র্যান্ড ও ক্রেতা-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন চুক্তি করায় এই অস্বস্তিতে পড়েছে সরকার ও মালিকপক্ষ। বর্তমান চুক্তিতে আগামী বছর মে মাসে এ্যাকর্ডের চলে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন এক তরফা চুক্তির কারণে আগামী ২০২১ সালের ৩১ মে পর্যস্ত বাংলাদেশে কার্যক্রম চালাবে এ্যাকর্ড। এই অবস্থায় রবিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তিন প্রভাবশালী রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই সভায় আমন্ত্রণ জানানো হয় ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনকে। তাদের সঙ্গে এক তরফা এ্যাকর্ডের এই চুক্তি সম্পর্কে আলাপ-আলোচনা হয়। এভাবে এ্যাকর্ড চুক্তি করতে পারে কিনা, তাও জানতে চাওয়া হয়। ওই সভায় বলা হয়, বাংলাদেশে সরকার আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। এ ধরনের চুক্তি সবাই মিলে করতে হবে। কিন্তু যেভাবে করা হয়েছে, তা ঠিক হয়নি। এ ব্যাপারে রাষ্ট্রদূতরাও একমত পোষণ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। রাকাব পরিচালন মুনাফা অর্জন করেছে ১৩.২৯ কোটি টাকা বিগত ২০১৫-১৬ অর্থবছরের ধারাবাহিকতায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরেও ১৩.২৯ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। রাকাবকে মুনাফা অর্জনকারী এবং স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে গত অর্থবছরের (২০১৬-১৭) শুরুতে ব্যাংক ব্যবস্থাপনা একটি কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নে করণীয় সম্পর্কে মাঠ পর্যায়ে দিকনির্দেশনা দেন। প্রণীত পরিকল্পনায় ১৭৫০ কোটি টাকা ঋণ বিতরণ ও ১৭০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ফলে ব্যাংকের ৩৭৯টি শাখার মাধ্যমে বছরের বিভিন্ন সময় প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচী, ঋণ মেলা, ঋণ আদায় মহাক্যাম্প, আমানত হিসাব খোলার মেলার সফল আয়োজনের ফলে ১৮৩১.২১ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০৫ শতাংশ। -বিজ্ঞপ্তি কুটির শিল্পে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ অর্থনৈতিক রিপোর্টার ॥ কুটির শিল্পের উদ্যোক্তারা এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনায় এই শিল্পে উদ্যোক্তাদের ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কখনও কখনও এমন হয় যে বড় ব্যবসার ক্ষুদ্র উদ্যোগ বা ক্ষুদ্র শিল্পকে কুটির শিল্পের মতোই মনে হয়। তবে সে ক্ষেত্রে ওই উদ্যোগকে ক্ষুদ্র শিল্পই বলা হবে।
×