ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন

প্রকাশিত: ০৫:০৫, ৪ জুলাই ২০১৭

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. নাসির উদ্দিন চৌধুরী পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী এই উদ্যোক্তা ৫ লাখ ৫০ হাজার শেয়ার কিনেছেন। বর্তমান বাজার দরেই তিনি এ শেয়ার কিনেছেন। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৯ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক শূন্য ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ইফাদ অটোর লেনদেন চালু আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটো লিমিটেড আজ মঙ্গলবার শেয়ার লেনদেন চালু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। ফলে লেনদেন স্থগিত রেখেছে কোম্পানিটি। রেকর্ড ডেটের পরে আজ মঙ্গলবার থেকে যথানিয়মে লেনদেন চালু করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×