ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ০৫:০৩, ৪ জুলাই ২০১৭

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের অংশগ্রহণে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে নতুন অর্থবছর শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে। ঈদ-উল-ফিতরের আগে সূচকের উর্ধগতির পর চলতি অর্থবছরে নতুন টাকার সরবরাহ বাড়ার ফলে রবি ও সোমবার লেনদেনে বড় ধরনের উত্থান ঘটেছে। সোমবার ব্যাংক, আর্থিক খাতসহ বেশিরভাগ কোম্পানির দর বাড়ার দিনে সার্বিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৯১ কোটি ১৭ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৮৫৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, বাজারে তালিকাভুক্ত কোম্পানির অর্থবছর শেষ হওয়ায় লভ্যাংশ ঘোষণার সময় এগিয়ে আসছে। ফলে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। এছাড়া ডিসেম্বরে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর অর্ধবার্ষিকে মুনাফা বাড়ছে এমন আশাবাদেও নতুন বিনিয়োগ বাড়ছে। এ কারণে গত তিন মাসে সর্বোচ্চ ৭১.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭২৬.৪০ পয়েন্টে। তবে লেনদেন ও সূচকের বড় ধরনের উত্থানের দিনে বস্ত্র খাতের লেনদেন হয়েছে মোট ১৭.৪০ ভাগ। দিনটিতে বড় মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে ১.৪০ শতাংশ। ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে ৩.৬ শতাংশ এবং ব্যাংক খাতের দর বেড়েছে ২.৫০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কা-বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ডরিন পাওয়ার, সাইফ পাওয়ারটেক, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, আইসিবি ও নুরানী ডাইং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রূপালী ব্যাংক, নুরানী ডাইং, নদার্ন জুট, ড্যাফোডিল কম্পিউটার, ব্র্যাক ব্যাংক, আইসিবি, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফাইন ফুড ও ইনটেক। দর হারানোর সেরা কোম্পানিগুলোÑ বিডি ওয়েল্ডিং, বিচ হ্যাচারি, ইউনাইটেড ইন্স্যুরেন্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, প্রভাতী ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, সাভার রিফ্যাক্টরিজ ও বেক্সিমকো সিনথেটিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারদর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ সাইফ পাওয়ারটেক, নুরানী ডাইং, আরডি ফুড, লাফার্জ সুরমা সিমেন্ট, বিকন ফার্মা, বেক্সিমকো, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, আমরাটেক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও এ্যাপোলো ইস্পাত।
×