ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোটি প্রাণের প্রেরণায় আরটিভি

প্রকাশিত: ০৩:৫৫, ৪ জুলাই ২০১৭

কোটি প্রাণের প্রেরণায় আরটিভি

সংস্কৃতি ডেস্ক ॥ আরটিভি ফেসবুক ফ্যানপেজে ভক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। দর্শকপ্রিয়তায় কোটির কোটায় এখন আরটিভি ফেসবুক ফ্যানপেজ। কোটি ছাড়িয়ে এ সংখ্যা শত কোটিতে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সবক্ষেত্রে সারাদেশ এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশের পথে। এমনই আশা জানালেন বিশিষ্টজনরা। আরটিভির এ পথচলায় কোটি ভক্ত সঙ্গী হওয়ায় আনুষ্ঠানিকভাবে সবাইকে অভিনন্দন জানাল বেসরকারী জনপ্রিয় এ টিভি চ্যানেলটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন নতুন আশাবাদ জানান আগত অতিথিরা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আরটিভি অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তদের অভিনন্দন জানানো হয়। আগত অতিথিদের স্বাগত জানান আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরটিভির অগণিত ভক্ত ও আরটিভি কর্তৃপক্ষকে অভিনন্দন জানান সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা, বিশিষ্ট প্রযুক্তিবিদ ও মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার, বিশিষ্ট ব্যক্তিত্ব নজরুল ইসলাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, অভিনেতা আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, সঙ্গীতশিল্পী মৌটুসী পার্থ, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কান্তারা খান প্রমুখ। ২০০৯ সালে যাত্রা শুরু করেছিল দেশের শীর্ষস্থানীয় বেসরকারী টেলিভিশন আরটিভির ফেসবুক ফ্যানপেজ। মাত্র ৮ বছরের মাথায় সেই পেজে ফ্যান বা ভক্তের সংখ্যা এক কোটির মাইলফলক অতিক্রম করল। বাড়তি বিজ্ঞাপন বা প্রচার কৌশল ব্যবহার না করেই গ্রহণযোগ্য সংবাদ-বিনোদন দিয়ে অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই ক্রমাগত দর্শক-পাঠকদের আগ্রহেই অর্জন করেছে এ মাইলফলক। যাত্রা শুরুর পর খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে পেজটি। লাইক-কমেন্ট-শেয়ারের মাধ্যমে বিশ্বজুড়ে সবার মাঝে ছড়িয়ে পড়তে থাকে ফ্যানপেজটি। ২০১৪ সালে যাচাই-বাছাই করে পেজের যথার্থতা নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।
×