ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পীদের প্রমোট করছে সিডি চয়েস ॥ জহিরুল ইসলাম সোহেল

প্রকাশিত: ০৩:৫৪, ৪ জুলাই ২০১৭

শিল্পীদের প্রমোট করছে সিডি চয়েস ॥ জহিরুল  ইসলাম সোহেল

দেশীয় সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ উপদান সঙ্গীত। ৫০ থেকে শুরু ৮০ দশকের শেষ পর্যন্ত মোটামুটি বাংলা গানের জন্য ছিল স্বর্ণ যুগ। এক সময় বাংলা শুনে মানুষ তৃপ্তি পেত, চোখ ভেজাতো। কিন্ত তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে অপসংস্কৃতির করাল গ্রাসে বাংলা গান হারাতে বসেছে তার অতীত ঐতিহ্য। বলা হচ্ছে বর্তমানে অডিও শিল্প অনেকটাই হুমকির মুখে। সাম্প্রতিক সময়ে অনেকটাই ভিডিও নির্ভর হয়ে পরেছে অডিও অঙ্গন। যে কোন গান তৈরি হওয়ার আগেই মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। ভিডিওতে নাচানাচি আর লোকেশনের রংচংয়ে ঢাকা পরছে গানের আসল আবেদন। এই অবস্থায় অডিও ব্যবসা এবং অন্যান্য প্রসঙ্গে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেলের কথা হয়। একটি স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে বর্তমানে এ শিল্পের বর্তমান অবস্থা কেমন? জহিরুল ইসলাম সোহেল : বর্তমানে এখন মোটামুটি ভালই চলছে। মাঝে কয়েক বছর এ শিল্প অনেক মন্দা সময় পার করেছে। অডিও ক্যাসেট সিডি মাধ্যমে পরিবর্তন হওয়া ও মোবাইল টেকনোলজির কারণে গেল দুই বছর ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছে মিউজিক ইন্ডাস্ট্রি। কিন্তু হঠাৎ করে সাম্প্রতিক সময়ে আমাদের মূল রেভিনিউ ইনকাম যেখান থেকে আসে অর্থাৎ মোবাইল ওয়েলকাম টিউন, সেখানে বিটিআরসির কিছু নীতিমালা পরিবর্তন হওয়াতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মিউজিকের জন্য বিটিআরসি নীতিমালা শিথিল করা প্রয়োজন বলে আমি মনে করি। তবে আবার ঘুরে দাঁড়াচ্ছে এই ইন্ডাস্ট্রি। নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে আপনার সিডি চয়েস কী ভূমিকা নিচ্ছে? জহিরুল ইসলাম সোহেল : পুরনো এবং জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের প্রাধান্য দিয়ে থাকে সিডি চয়েস। বিশেষ করে প্রত্যেকটি উৎসবে সিডি চয়েসের ব্যানারে উল্লেখযোগ্য সংখ্যক নতুন শিল্পীর এ্যালবাম প্রকাশ হয়। এছাড়াও আমরা নতুন শিল্পীদের জন্য ‘ইয়াংস্টার মিউজিক’ নামে আমরা নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি। যেখানে শুধু নতুন শিল্পীদের এ্যালবাম প্রকাশ হবে। এভাবেই নতুন শিল্পীদের প্রমোট করছে সিডি চয়েস। শুধু কি এ্যালবামই প্রকাশ করছেন? জহিরুল ইসলাম সোহেল : অবশ্যই না। আমরা আমাদের তৈরি প্রত্যেকটি শিল্পীকে ভাল গাইডলাইন দেয়ার চেষ্টা করি। প্রতিনিয়ত নিজেকে তৈরি করার উপদেশ দিই। যাতে সংশ্লিষ্ট শিল্পী নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে সবার সামনে উপস্থাপন করতে পারেন। নিজেকে তুলে ধরতে পারেন। বিভিন্ন শিল্পীর গাওয়া গানের এ্যালবাম সংরক্ষণে আপনাদের উদ্যোগ কী? জহিরুল ইসলাম সোহেল : আসলে প্রযুক্তির ক্রমাগত বিকাশের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। এটাই বাস্তবতা। আমাদের প্রতিষ্ঠানের প্রযোজনায় রিলিজ হওয়া এ্যালবামের সিডিগুলো আমরা নিজেরাই সংরক্ষণ করি। এখন কোথাও সিডি প্লেয়ার নেই বললেই চলে। সবাই এখন মোবাইলে গান শোনেন। আমি ব্যক্তিগতভাবে আমাদের অফিসে বিশাল একটি সিডি সংরক্ষণের জায়গা রেখেছি। পাশাপাশি শিল্পী এবং তাদের বিভিন্ন কর্মকা-ের বিষয়ে মিডিয়াতে তুলে ধরছি। -সাজু আহমেদ
×