ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্কারে ‘বর্ণবাদী’ অপবাদ ঘুচলো যাদের

প্রকাশিত: ০৩:৫৩, ৪ জুলাই ২০১৭

অস্কারে ‘বর্ণবাদী’ অপবাদ ঘুচলো যাদের

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার প্রতিষ্ঠান ‘একাডেমি এ্যাওয়ার্ডস অব সাইন্স এ্যান্ড আর্টস’ সংক্ষেপে অস্কার নামেই একে জানেন সবাই। সম্প্রতি ‘অস্কার সো হোয়াইট’ ক্যাম্পেনের জবাবে নতুন ৭৭৪ অশ্বেতাঙ্গ ও নারী সদস্যকে কমিটির সদস্যপদের জন্য আমন্ত্রণ জানিয়েছে অস্কার কমিটি। শুধু অস্কার নয়, পুরো হলিউডেই রয়েছে ‘বর্ণবৈষম্য’- দীর্ঘদিন ধরে এমনটাই দাবি করে আসছেন হলিউড তারকারা। দুই বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অস্কার সো হোয়াইট’ নামে একটি ক্যাম্পেনও চালিয়ে আসছেন তারা। এ ক্যাম্পেনে বলা হয়, অস্কার কমিটি ও পুরস্কার তালিকায় শ্বেতাঙ্গ ও পুরুষদের প্রতি পক্ষপাতিত্ব দূর করার কথা। তারই ধারাবাহিকতায় এবারে নারী ও অশ্বেতাঙ্গ তারকাদের যুক্ত করে বর্ণবাদী অপবাদ ঘুচানোর উদ্যোগ নিয়েছে অস্কার কমিটি। আন্তর্জাতিক এক গণমাধ্যমের পেইজে প্রকাশিত এক টুইটবার্তায় ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’ তারকা ডোয়াইন জনসন ওরফে দ্য রক বলেন, অস্কার কমিটির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই আমার সহকর্মীদের যারা একই সঙ্গে নতুন কমিটির সদস্য হয়েছি। ১৫ বছর আগে যখন এখানে কাজ শুরু করি তখন আমার অনুকরণ করার মতো কেউ ছিল না। নিজেকেই নিজের পথ তৈরি করে নিতে হয়েছিল। আমার মতো একজন কৃষ্ণাঙ্গ বাবা ও সামোয়ান মায়ের সন্তানকে হলিউডে টিকে থাকতে অনেক কষ্ট করতে হয়েছে। তিনি আরও বলেন, অস্কার কমিটির এ সিদ্ধান্ত হলিউডের অশ্বেতাঙ্গ ও ভিন্ন জাতিগোষ্ঠীর অভিনেতা-অভিনেত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক বড় ও যুগান্তকারী একটি পদক্ষেপ। আমাকে তাদের সদস্য নির্বাচন করায় অস্কার কমিটিকে অসংখ্য ধন্যবাদ। নতুন কমিটিতে মোট ৩৯ শতাংশ নারী ও ৩০ শতাংশ অশ্বেতাঙ্গ সদস্য যোগ করা হয়েছে। এতে হলিউড তারকাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ, ডোয়াইন জনসন-দ্য রক, ইসরায়েলী অভিনেত্রী গ্যাল গ্যাডট, পাকিস্তানী বংশোদ্ভূত অভিনেতা ও সঙ্গীতশিল্পী রিজ আহমেদ, অভিনেতা ক্রিস প্যাট, আনা ফারিস, ক্রিস ইভান্স, ডোনাল্ড গ্রোভারসহ আরও অনেক বিশ্ব-তারকারা।
×