ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্যারিসে প্রশংসিত ‘আন্ডার কনস্ট্রাকশন’

প্রকাশিত: ০৩:৫৩, ৪ জুলাই ২০১৭

প্যারিসে প্রশংসিত ‘আন্ডার কনস্ট্রাকশন’

সংস্কৃতি ডেস্ক ॥ ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রসংশিত হয়েছে রুবাইয়াত হোসেন নির্মিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। সম্প্রতি দেশটির ৬ শহরের ৭টি থিয়েটারে মুক্তি পায় চলচ্চিত্রটি। সেখানকার থিয়েটারে চলচ্চিত্রটি টানা চার সপ্তাহ চলছে বলে প্যারিস থেকে তথ্যটি জানিয়েছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তিনি জানান প্যারিসের দুটি থিয়েটারে টানা চার সপ্তাহ চলছে বাংলাদেশের পোশাক শ্রমিকের দুঃখগাথা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। শুধু তাই নয়, অন্য দুটি শহরেও দু’সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। নির্মাতা রুবাইয়াত জানান, ৫ জুলাই আরও ১২টি থিয়েটারে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি। এর মধ্যেই হাজারেরও বেশি দর্শক উপভোগ করেছে চলচ্চিত্রটি। এমন আনন্দের খবর জানাতে গিয়ে হতাশার কথাও জানালেন এ নির্মাতা। বললেন, আমরা ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রের জন্য দেশে চারটার বেশি হল পাইনি। অথচ ফ্রান্সে প্রায় ২০টা হলে এটা রিলিজ হবে। কিন্তু নিজের দেশে ৫টা হলও পাই না। অথচ পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু আমাদের মতো নির্মাতাদের চলচ্চিত্র ৮০টা হলে রিলিজ পাচ্ছে। এদিকে, প্যারিসে চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী মিতা রহমান ও সাহানা গোস্বামী। বর্তমানে মিতা লন্ডনে অবস্থান করছেন। প্যারিসের দর্শকদের প্রশংসা এলো তার মুখ থেকেও। তিনি বলেন, ৬ জুন গিয়েছিলাম উদ্বোধনী প্রদর্শনীতে। দর্শক খুব ভালভাবে গ্রহণ করেছে চলচ্চিত্রটি। বেশ ভাল ও বোদ্ধা দর্শক আছে সেখানে। উদ্বোধনী প্রদর্শনীতে বেশকিছু প্রশ্নের উত্তর দিতে হয় তাদের। বাংলাদেশের বড়পর্দায় নিষিদ্ধ চলচ্চিত্র ‘মেহেরজান’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা রুবাইয়াত হোসেন। ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রের পর তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মেড ইন বাংলাদেশ’ নামে নতুন চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিও নির্মিত হতে যাচ্ছে পোশাক শ্রমিকদের দুঃখগাথা নিয়ে। তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ এমন একজন তরুণীর গল্প যাকে পুঁজিবাদ, বামরাজনীতি ও ইসলামিকরণের চাপের ভেতর নিজেকে সামলে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। খুব শীঘ্রই চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে বলে পরিচালক জানিয়েছেন।
×