ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংলাপের মাধ্যমে কাশ্মীর সঙ্কট সমাধান করুন ॥ ম্যাককেইন

প্রকাশিত: ০৩:৫২, ৪ জুলাই ২০১৭

সংলাপের মাধ্যমে কাশ্মীর সঙ্কট সমাধান করুন ॥ ম্যাককেইন

পাকিস্তান ও ভারতকে সংলাপের মাধ্যমে কাশ্মীর সঙ্কট সমাধান করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন। এ ছাড়া পাকিস্তানের সহায়তা ছাড়া আফগানিস্তান সঙ্কট সমাধান করা সম্ভব নয় বলেও জানান তিনি। খবর ইয়াহু নিউজের। পাকিস্তান সফরকারী মার্কিন কংগ্রেস প্রতিনিধি দলের নেতা এবং সিনেটের আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান ম্যাককেইন আরও বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির সঙ্গে আলোচনার সময় এ সব কথা বলেন তিনি। কাশ্মীর প্রসঙ্গে মার্কিন নীতির কোন পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতার অবসান চায় ওয়াশিংটন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়, সন্ত্রাসবাদ, ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ বৈঠকের পরই পিটিভির সঙ্গে কথা বলেন ম্যাককেইন। মাছের লিঙ্গ বদল ব্রিটেনে মিষ্টি পানির পুরুষ মাছের অন্তত কুড়ি শতাংশের লিঙ্গ আপনা থেকেই বদলে যাচ্ছে। পুরুষ মাছ ক্রমশ নারী লিঙ্গের মাছের মতো আচরণ করতে শুরু করেছে। এমনকি কিছু কিছু পুরুষ মাছ ডিমও দিচ্ছে। আবার অনেক পুরুষ মাছের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে, দু’শটিরও বেশি রাসায়নিক এ জন্য দায়ী। এরমধ্যে আছে মানুষের ব্যবহৃত জন্ম নিরোধক ওষুধপত্রও। -বিবিসি হেয়ার স্টাইল প্রতিযোগিতা কলম্বিয়ার ক্যালিতে শুরু হয়েছে ১৩তম আফ্রো হেয়ারড্রেসার প্রতিযোগিতা। সেখানে প্রতিযোগীরা তাদের চুলের সাজসজ্জায় নানান বৈচিত্র্য ফুটিয়ে তোলেন। কারও কারও চুলের বাহারি নকশা দেখে চোখ ছানাবড়া হওয়ার যোগাড়। কলম্বিয়ায় আফ্রিকার প্রথা, অভিন্নতা ও সংস্কৃতি তুলে ধরাও এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। দুই নারী আফ্রো-কলম্বিয়ান হেয়ারস্টাইলে সেখানে হাজির হন। -এএফপি
×