ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিএনএনকে পেটানোর ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৮:১৪, ৩ জুলাই ২০১৭

সিএনএনকে পেটানোর ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ছোট এক ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে তিনি শারীরিকভাবে আক্রমণ করছেন যার মাথায় কম্পিউটারের মাধ্যমে টিভি চ্যানেল- সিএনএনের একটি লোগো বসানো হয়েছে। কয়েক বছর আগের একটি ভিডিও পরিবর্তন করে এটি তৈরি করা হয়েছে। ২০০৭ সালের রেসলিংয়ের একটি ইভেন্টে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়েছিলেন, যেখানে তিনি ফ্র্যাঞ্চাইজির মালিক ভিন্স ম্যাকমোহনকে ‘আক্রমণ’ করেন যার পুরোটাই ছিল পরিকল্পিত ও লিখিত। সেই ভিডিও ক্লিপটিই পরিবর্তন করে এটি তৈরি করা হয়েছে। ট্রাম্পের ইন্টারেনেট ফোরামে চলতি সপ্তাহের শুরুতে এই ভিডিওটি পোস্ট করা হয়। সিএনএন অভিযোগ করে বলছে, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবিসি মর্নিং শো-এর একজন প্যানেলিস্ট আনা নাভারো বলেছেন ‘এটা সম্পূর্ণ সহিংসতার উস্কানি। তিনি মিডিয়ার কাউকে খুন করে ছাড়বেন মনে হয়’। সিএনএন নিউজ নেটওয়ার্কের সঙ্গে ট্রাম্পের অনবরত বাগ্বিত-া লেগেই রয়েছে, এই সংবাদমাধ্যমকে তিনি ‘ভুয়া খবর’ বলে উল্লেখও করেছেন।
×