ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদের মনোগ্রাম ব্যবহার করার গাড়ি জব্দ ॥ ইয়াবা বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৮:১১, ৩ জুলাই ২০১৭

সংসদের মনোগ্রাম ব্যবহার করার গাড়ি জব্দ ॥ ইয়াবা বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ আবারও নিজ গাড়িতে জাতীয় সংসদের মনোগ্রাম ব্যবহার করার অভিযোগে আটক করা হয়েছে চিহ্নিত ইয়াবা বিক্রেতা সালেহ আহমেদ কার্লোসকে। নিজ বাসার কাজের মেয়েকে সাত তলা থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে তাকে আটক করে র‌্যাব। এ সময় তার ওই বাসা থেকে জব্দ করা হয় একটি গাড়ি যাতে ছিল জাতীয় সংসদের মনোগ্রাম। র‌্যাব জানিয়েছে, গত ৩০ জুন রাতে রহিমা আক্তার (৩০) নামে এক গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ফেলে দেয় সালেহ আহমেদ কার্লোস। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ খবর পেয়ে র‌্যাব-৩ এর একটি টিম সেখানে গিয়ে জানতে পারে তার ঘরে স্ত্রী পরিচয়দানকারী আরও ১ জন আহত অবস্থায় পড়ে আছে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই অপরাধী সালেহ আহমেদ কার্লোস (৪০) পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জানা যায় যে, সালেহ আহমেদ কার্লোস ২০১৪ সালে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। সে সময় অবৈধ মুদ্রা ও হুন্ডি ব্যবসা, মাদক ব্যবসা এবং নিজ গাড়িতে জাতীয় সংসদের মনোগ্রাম ব্যবহার করার অপরাধে তাকে র‌্যাব গ্রেফতার করে আইনের আওতায় এনেছিল। এ তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে জানা যায় যে, বর্তমানেও সে তার ব্যবহƒত একটি বিলাসবহুল গাড়িতে জাতীয় সংসদের মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অবৈধ এবং অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
×