ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ উল্টোরথ ॥ জঙ্গী হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা

প্রকাশিত: ০৭:৪০, ৩ জুলাই ২০১৭

আজ উল্টোরথ ॥ জঙ্গী হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ জুলাই ॥ ধামরাইয়ের চার শ’ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথযাত্রায় জঙ্গী হামলা হতে পারে- এমন আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ হামলা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ আশঙ্কা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যে কোন মূল্যে ধর্মীয় বিধান অনুযায়ী সোমবার উল্টোরথ যাত্রার ব্যবস্থা করা হবে। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ঘোষণায় রথ পরিচালনা কমিটি কিছুটা স্বস্তি পেলেও যশোমাধবের লাখ লাখ ভক্ত ভীষণ মনোক্ষুণœ। তাদের অভিযোগ কয়েক শ’ বছরের ঐতিহ্য শ্রী শ্রী যশোমাধবের এ রথযাত্রা এখন শুধু ধর্মীয় রীতি অনুযায়ী পালিত হবে। এতে উৎসব, আমেজ কিছুই নেই। এ কারণে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের মাঝে চাপা ক্ষোভ আর আতঙ্ক বিরাজ করছে। তাই, উৎসববিহীন উল্টো রথযাত্রানুষ্ঠান করবে না শ্রী শ্রী যশোমাধবের ভক্তরা। জঙ্গী হামলার আশঙ্কায় মেলা বন্ধের প্রতিবাদে রবিবার বিকেলে শ্রী শ্রী যশোমাধবের হাজার হাজার ভক্ত রথমেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। টাঙ্গাইলের মির্জাপুর থেকে ধামরাইয়ের রথযাত্রা উৎসবে আসা স্কুল শিক্ষক রমেন চন্দ্র সাহা জানান, মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী রথ পুড়িয়ে দিয়ে যেভাবে সনাতন ধর্মপ্রাণ যশোমাধবের ভক্তদের মনে আঘাত করেছিল- আমরা নতুন করে আবার সেই আঘাত পেলাম। শুধু রমেন সাহা নয়, এ রকম ক্ষোভ ধামরাইয়ের রথ উৎসবে আসা অন্য ভক্তদেরও। এদিকে, এদিন সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে ধামরাই বাজারের অলি-গলিতে। কোন বাড়িতে অতিথি এলেও তাদের ঠিকানাসহ ছবি নেয়া হচ্ছে। এছাড়া, মেলায় আগত দর্শনার্থীদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরাও বসানো হয়েছে মেলার বিভিন্ন পয়েন্টে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে রথমেলা প্রাঙ্গণ। এ কারণে রবিবার বিকেলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ যশোমাধব মন্দির ও রথাযাত্রা পরিচালনা পরিষদ ও পৌর মেয়রসহ জনপ্রতিনিধিদের নিয়ে জরুরী মতবিনিময় সভা করে।
×