ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গানে গানে অসম মাতাল ‘বহ্নিশিখা’

প্রকাশিত: ০৭:০২, ৩ জুলাই ২০১৭

গানে গানে অসম মাতাল ‘বহ্নিশিখা’

স্টাফ রিপোর্টার ॥ ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গুয়াহাটির ব্যতিক্রম মাসডো সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে অসমের হাফলং, হোজাই এবং লামডিংয়ে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে অংশ নেয় সংগঠনটি। সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে এসব এলাকায় এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন শিল্পী বা সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। বহ্নিশিখার শিল্পীরা মুক্তিযুদ্ধের গান, ভাষার গান, পঞ্চকবির গান, লালন-হাসন-শাহ আবদুল করিম-আরকুম শাহর গান, লোকসঙ্গীত, ধামাইল গানসহ বিভিন্ন ধরনের ২৫টি গান পরিবেশন করে। স্থানীয় দর্শকেরা বাংলাদেশের শিল্পীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। চারদিনের আয়োজনে বিভিন্ন সময়ে আলোচনা পর্বে অংশ নেন অসমের বিধায়ক শিলাদিত্য দেব, শিবু মিশ্র, গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসীর মোরশেদ, ব্যতিক্রম মাসডোর সভাপতি সৌমেন ভারতিয়া। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বহ্নিশিখার সভাপতি গোলাম কুদ্দুছ। সঙ্গীতশিল্পী আবিদা রহমানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ঊর্মি হালদার, শাহিদা রহমান, সুনয়না সিদ্দিকী, ঝর্ণা বিশ্বাস, সালাহউদ্দীন সোহাগ, আসিফ ইকবাল, অমিতেশ দাস, হাসীন ওয়াসী, জাহিদুল ইসলাম, তুলসী সাহা, মাহবুবুল আলম ও তারেক আলী। বহ্নিশিখার এই কর্মসূচীতে সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয়।
×