ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলকাতায় ‘আবার এসেছে আষাঢ়’ অনুষ্ঠানে তমা

প্রকাশিত: ০৭:০১, ৩ জুলাই ২০১৭

কলকাতায় ‘আবার এসেছে আষাঢ়’ অনুষ্ঠানে তমা

স্টাফ রিপোর্টার ॥ ভারতের রাষ্ট্রীয় সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ভিত্তিক প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) আমন্ত্রণে কলকাতায় একক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী তানজীনা তমা। ‘আবার এসেছে আষাঢ়’ শীর্ষক এ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ছাড়াও নানা অঙ্গের গান গেয়ে শোনাবেন তিনি। তমা জানান, কলকাতার হো চি মিন সরণির আইসিসিআরের সত্যজিৎ রায় অডিটরিয়ামে ৫ জুলাই সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অত্যন্ত গর্বের বিষয় যে, আমি ২০০৮ সালে কলকাতার আইসিসিআরের উদ্বোধনী গান পরিবেশন করেছিলাম। তখন এ মিলনায়তনটি উদ্বোধন করেছিলেন বরেণ্য রাজনীতিবিদ প্রণব মুখার্জী। অনেকদিন পর সেই মিলনায়তনে গান গাইব, আমার জন্য তা অত্যন্ত আনন্দের বিষয়। একঘণ্টার এ অনুষ্ঠানে আমি রবীন্দ্রনাথের বিভিন্ন অঙ্গের গান পরিবেশন করব। তমা বলেন, ৫ জুলাই সকালের ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা হব। তমা ভারতের শ্রোতামহলে বেশ পরিচিত ও জনপ্রিয়। কলকাতা, শিলিগুড়ি, আগরতলা, ভুবনেশ্বর, দিল্লী, রাজস্থানসহ ভারতের অনেক শহরে তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। এখন পর্যন্ত কলকাতা থেকে প্রকাশিত হয়েছে তার তিনটি এ্যালবাম। ‘জীবনকথা’ এ্যালবাম প্রকাশ করেছে কসমিক হারমণি। এ ছাড়াও ‘তুমি ও আমি’ প্রকাশ করেছে কলকাতার এইচএমভি (সারেগামা)। ‘তোমার সঙ্গে’ এ্যালবামটি প্রকাশ করেছে ইউডি সিরিজ।
×