ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনটিভির জন্মদিনে গাইবেন সামিনা চৌধুরী

প্রকাশিত: ০৬:৫৯, ৩ জুলাই ২০১৭

এনটিভির জন্মদিনে গাইবেন সামিনা চৌধুরী

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোর ৬-১৫ মিনিটে প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘কবিতা পড়ার প্রহর’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় এই অনুষ্ঠানে প্রয়াত কণ্ঠশিল্পী লাকী আখন্দের সুরারোপিত জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন শিল্পী সামিনা চৌধুরী। ভোর ৬-৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নিতি নৃত্যে’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন- মেহজাবিন, সাবিলা নূর, তানজিন তিশা, রথি, অনন্যা ও তিথি কবির। সকাল ৮-২০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’এর বিশেষ পর্ব। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন শিল্পী ফাহমিদা নবী। সকাল ৮-৪৫ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান’। বদিউল আলম খোকনের পরিচালনায় এতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, নূতন, প্রবীর মিত্র, উজ্জ্বল, সোহেল রানা প্রমুখ। দুপুর ১২-২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তারার সাথে তারার গল্প’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শারমিন লাকী। অনুষ্ঠানে অংশ নিয়েছেন- অভিনেতা মোশাররফ করিম, রওনক হাসান ও দীপঙ্কর দীপন, সঙ্গীতশিল্পী পুতুল ও মাহাদী। দুপুর ১-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘একই সুরে গাঁথা’। নূজহাত সওমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি, দিনাত জাহান মুন্নী, সাব্বির, রাজিব, লিজা ও মুহিন। দুপুর ২-৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মৌরানী’। আনিসুল হকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন-রিয়াজ, তিশা, মৌসুমি হামিদ, ড. ইনামুল হক, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান প্রমুখ। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে প্রচার হবে একক নৃত্যানুষ্ঠান ‘ফ্রেশ বিট ব্যান্ড’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন নকিব খান, পুতুল, মেহরাব ও বাবু। রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসি আজও’। জাফরীন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমূল হক বাপ্পী। অভিনয় করেছেন-অপূর্ব, মেহজাবিন, নাঈম, কাজী উজ্জ্বল প্রমুখ। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘১৫ বছরে এনটিভি গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’। সাংবাদিক জহিরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ। অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। প্রসঙ্গত, ‘সময়ের সাথে আগামীর পথে’ সেøাগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ঠিক পরের বছর ১ জানুয়ারি থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই প্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে।
×