ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৫, ৩ জুলাই ২০১৭

টুকরো খবর

এসিআরের অভাবে বিদ্যুত গ্রাহকদের ভোগান্তি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ জুলাই ॥ অটো সার্কিট রিক্লোজারের অভাবে (এসিআর) বাউফল জোনাল অফিসের আওতায় প্রায় ৭০ হাজার পল্লী বিদ্যুত গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, বাউফলের গোসিংগা ও কালিশুরী সাব-স্টেশনের মাধ্যমে বাউফল, দশমিনা উপজেলাসহ বাকেরগঞ্জের ফরিদপুর ও গোবিন্দপুর ইউনিয়নের ৭০ হাজার গ্রাহককে বিদ্যুত সরবরাহ করা হয়। পটুয়াখালীর ৩৩ কেভি গ্রিড লাইন থেকে সরাসরি এ দু’টি সাব-স্টেশনে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। কিন্তু এ সংযোগস্থলে আলাদা কোন অটো সার্কিট রিক্লোজার স্থাপন না করায় কোন একটি সাব-স্টেশনের আওতায় লাইনে সমস্যা দেখা দিলে গোটা এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। আর সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়। অপরদিকে বাউফল জোনাল অফিসের আওতায় পর্যাপ্ত পরিমাণ লাইনম্যান না থাকায় দ্রুত গ্রাহকসেবা দেয়া সম্ভব হয়ে ওঠছেনা। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন নতুন লাইন নির্মাণ করায় বিদ্যুত বিভ্রাট বেশি হচ্ছে। সামান্য বৃষ্টি কিংবা বজ্রপাত হলেই ইনসোলেটর পিন ফেটে গিয়ে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া বৈদ্যুতিক স্পার্ক করে খাম্বায় আগুন ধরে যায়। ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। সংশ্লিষ্ট বিভাগের ক্রয় পরিদফতর থেকে নিম্নমানের এসব বিদ্যুত সামগ্রী সরবরাহ করায় ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। মাঠ পর্যায়ে বিদ্যুত বিভাগের কর্মীরা থাকেন চাপে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের বাউফল ও দশমিনা জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আযাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আন্তরিকভাবেই গ্রাহকদের সেবা দেয়া চেষ্টা করছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইন ক্ষতিগ্রস্ত হলে সমস্যার সৃষ্টি হয়। আমরা তখন দ্রুত তা সমাধান করে বিদ্যুত সরবরাহের চেষ্টা করি। অটো সার্কিট রিক্লোজার স্থাপন প্রসঙ্গে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। ১০ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এগুলো আটক করে গোয়েন্দা পুলিশ। জানা যায়, কর্ণফুলী সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে একটি মিনি ট্রাক থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেটগুলো। বহনের দায়ে আটক করা হয় চালক নেজামউদ্দিনকে। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালি উত্তরপাড়া এলাকায়। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কমদামে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরে সরবরাহ করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। রাঙ্গামাটিতে ঝুঁকিতে ১৫ স্থাপনা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২ জুলাই ॥ প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিভিশন সেন্টার, বেতার কেন্দ্র ও সার্কিট হাউসসহ ১৫টি গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড় ধসের কবলে পড়েছে। স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে মানুষের ঘরবাড়ি ছাড়াও ব্যাপক ঝুঁকিতে পড়েছে গুরুত্বপূর্ণ ১৬টি সরকারী স্থাপনা। যার ফলে উদ্বেগ বাড়ছে। ঝুঁকিপূর্ণ ভবন হলো টেলিভিশন রিলে সেন্টার, বেতার কেন্দ্র, সার্কিট হাউস, উপজাতীয় যাদুঘর, জেলা মাধ্যমিক শিক্ষা ভবন, জেলা শিল্পকলা একাডেমি, রাঙ্গামাটি সরকারী হাইস্কুল, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, ফিশারী রেস্ট হাউস, সমাজসেবা অফিস, যুব উন্নযন অফিস, পর্যটন কমপ্লেক্স, পুলিশ হাসপাতাল, জেলা প্রশাসকের বাংলো, পুলিশ সুপার বাংলো ও সিভিল সার্জন বাংলো প্রভৃতি। এসব স্থাপনা পাহাড়ের চূড়ায় অবস্থিত। ইতোমধ্যে এসব ভবনের চার পাশে বেশ কিছু পাহাড় ধস হয়েছে। আবার ভারি বর্ষণ হলে এসব স্থাপনা ভয়াবহ পাহাড় ধসের কবলে পড়বে বলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান। তিনি এসব ভবন রক্ষার জন্য ইতোমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন বলেও জানান। মাদারীপুরে সংঘর্ষ ॥ আহত ১২ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২ জুলাই ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন ১২ জন। রবিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সী, মেহেদী হাসান মুন্সী, রাসেল মুন্সী, শফিকুজ্জামান মুন্সীর নাম পাওয়া গেছে। পুলিশ জানায়, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী মোল্লা তার লোকজন নিয়ে রবিবার দুপুরে খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দিচ্ছিল। এতে বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকরা উত্তেজিত হয়। এরই জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ জুলাই ॥ ৫০ বছরের অধিক সময় দখলে থাকা জমিতে জোরপূর্বক স্থাপনা তোলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আলীপুর বন্দরের বাসিন্দা মতিউর রহমান। রবিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে মতিউর রহমান দাবি করেন লতাচাপলী মৌজার পাঁচ একর ৭০ শতক জমির মালিক তারা। প্রায় ৫০ বছর ভোগদখল করে আসছেন। ওই জমিতে অতিসম্প্রতি স্থানীয় কালাম ফরাজী, ইউনুচ হাওলাদার, আব্দুল কাদের, লতিফ মুসল্লী, নুরুজ্জামান, জয়নাল ফরাজী, ফোরকান, মাসুদ ফরাজী, মাহবুব ফরাজীর নেতৃত্বে একাধিক টিনশেড স্থাপনা তোলে। মতিউর জানান, এ জমি নিয়ে আদালতে বণ্টন মামলা চলমান রয়েছে। যেখানে স্থিতাবস্থা রয়েছে। কিন্তু কোন কিছুই মানা হয়নি। মতিউর জানান, একটি মহলের ইন্ধনে তার জমিতে স্থাপনা তোলা হয়েছে। এ ব্যাপারে একাধিক অভিযুক্ত ব্যক্তিরা জানান, ওই খতিয়ানের মূল মালিকদের ওয়ারিশ গংসে রাখাইনের কাছ থেকে তারা জমি কিনেছেন। এ খতিয়ানে মোট জমি আট একর ২৭ শতক। মতিউর রহমানের জমিতে কোন স্থাপনা তারা তোলেননি। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২ জুলাই ॥ ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামে রবিবার দুপুরে শাওন (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। জানা যায়, ঘটনার সময় মাহমুদপুর গ্রামের শরীফ হাসানের শিশু ছেলে শাওন সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। অস্ত্রসহ সন্ত্রাসী আটক পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মাটিরাঙ্গা বাইল্যাছড়ি জোড়াব্রিজ সংলগ্ন মন্দির রোডে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা এ্যানোমেশন ও চাঁদা আদায়ের রশিদসহ দীপন চাকমা ওরফে চাইল্যা (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। নিরাপত্তাবাহিনী অভিযানে আটক দীপন চাকমা ওরফে চাইল্যা গুইমারা উপজেলার রামসু বাজার এলাকার শান্তিময় চাকমার ছেলে। জানা গেছে, রবিবার বিকেলে চাঁদার জন্য বাইল্যাছড়ি জোড়াব্রিজ সংলগ্ন মন্দিরের পাশে একটি চায়ের দোকানে আসে। কিন্তু নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দীপন চাকমা ওরফে চাইল্যা নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়। এ সময় তার কাছ থেকে একটি একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা এ্যানোমেশন, চাঁদা আদায়ের রশিদ, চাঁদা আদায়ের নগদ টাকা ও একটি দা উদ্ধার করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। মাদারীপুরে ৮ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২ জুলাই ॥ রাজৈর উপজেলার পূর্ব বদরপাশা গ্রামে অগ্নিকা-ে ৮টি বসতঘর পূড়ে গেছে। অগ্নিকা-ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, শনিবার রাত ১২ টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় মবেদ শেখ, সাইদুর শেখ, আকবর শেখ, সালেহা বেগম, রশিদ শেখ, জবেদ শেখ, লালন শেখ ও কামরুল শেখের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ডোমার স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অগ্নিকা-ে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় ওইসব পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গ্রামের গোবিন্দ রায়ের বসতঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
×