ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাচাই-বাছাইয়ে বাদ

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৬:৫৩, ৩ জুলাই ২০১৭

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২ জুলাই ॥ মানববন্ধন ও সমাবেশ করেছে সম্প্রতি যাচাই-বাছাইয়ে বাদ পড়া মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত পাঁচ শ’৫৭ মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা জাতীয় তালিকা ও অনলাইনে আবেদনকারীর তালিকা থেকে তাদেরকে বাদ দেয়া হয়েছে। এর প্রতিবাদে রবিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলার পক্ষে মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, মুকসুদপুর উপজেলার পক্ষে বীর মুক্তিযোদ্ধা জানি মিয়া, মুক্তিযোদ্ধা আঃ হান্নান, প্রমুখ। বক্তারা জানান, তাদের কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকা সত্ত্বেও অজানা কারণে তাদেরকে জাতীয় তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এভাবে তারা বাদ হতে পারেন না। তাই গত ২১ জুন তারা এ বিষয়ে সংবাদ-সম্মেলন ও মানববন্ধন করে প্রধানমন্ত্রীসহ মুক্তিযোদ্ধা মন্ত্রী, জামুকার ডিজি ও জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন এবং একইভাবে রবিবার সকালে তারা পুনরায় মানববন্ধন ও সমাবেশ করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা বলেন, জাতীয় তালিকা ও অনলাইনে আবেদনকারীর তালিকা থেকে যাচাই-বাছাই কমিটি যাদেরকে বাদ দিয়েছে, এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার রয়েছে ২শ’ ৪৭ জন, কাশিয়ানীতে ৯০ জন ও মুকসুদপুর উপজেলায় রয়েছে ২শ’ ২০ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাউফলে ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেয়ার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২ জুলাই ॥ কলেজ ছাত্রীর (১৮) নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। রবিবার ওই ছাত্রীর ভাই বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, বাউফলের নওমালা ইউপির নিজবট কাজল গ্রামের বাসিন্দা ও ঢাকা ম্যাটস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে একই এলাকার শানু মজুমদারের ছেলে ও ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সায়েম কৌশলে মোবাইল ফোনে নগ্ন ছবি তুলে এবং কয়েকদিন আগে তিনি ওই ছাত্রীর কাছে এক লাখ টাকা দাবি করে। এ টাকা না দেয়ায় সায়েম ওই ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেয়।
×