ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই স্কুলছাত্রীসহ ৮ খুন

প্রকাশিত: ০৬:৫২, ৩ জুলাই ২০১৭

দুই স্কুলছাত্রীসহ ৮ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ কিশোরগঞ্জে স্কুলছাত্রী, টেকনাফে যুবক, ঝিকরগাছায় নৈশপ্রহরী, চট্টগ্রামে কেয়ারটেকার এবং তাড়াশ ও বাগেরহাটে দুই গৃহবধূ, জামালপুরে ভাই ও গাজীপুরে স্কুলছাত্র খুন হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : কিশোরগঞ্জ ॥ স্কুলছাত্রী ফাহিমা আক্তারকে (১০) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বজলু মিয়া। এ সময় বাঁচাতে এগিয়ে এলে শিশুটির দাদি খুর্শেদা আক্তারকেও (৬৫) কুপিয়ে গুরুতর আহত করেছে। রবিবার সকালে সদর উপজেলার চৌদ্দশত বগাডুবি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বগাডুবি গ্রামের নজরুল ইসলামের বাড়িতে একই গ্রামের মৃত সাফির উদ্দিনের ছেলে বজলু মিয়া (২২) তার মাকে নিয়ে আশ্রিত হিসেবে থাকত। রবিবার সকালে ঘুম থেকে উঠে বজলু মিয়া স্কুলছাত্রী ফাহিমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় ঠেকাতে এগিয়ে এলে শিশুটির দাদি খুর্শেদাকেও সে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন আহত দাদিকে দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। কক্সবাজার ॥ টেকনাফের শাহপরীরদ্বীপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাফর আলমের মৃত্যু হয়েছে। তিনি মৃত উলা মিয়া মিস্ত্রির ছেলে। রবিবার দক্ষিণপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে জেলেরা লাশটি উদ্ধার করেছে। সাবরাং ইউপি সদস্য নুরুল আমিন জানান, রাতে দক্ষিণপাড়া বেড়িবাঁধে হঠাৎ চিৎকার শুনে কয়েক জেলে এগিয়ে আসে। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় আহত যুবক জাফরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা নুর আয়েশা বেগম জানান, সন্ধ্যার দিকে ছেলে বাড়িতে ছিল। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়। তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন। যশোর ॥ ঝিকরগাছায় আব্দুল ওহাব (৭৫) নামে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের কোন একসময়ে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। রবিবার সকালে তার স্বজনরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার গদখালী কাজীবাড়ি এলাকায় মোবাইলফোন টাওয়ারে। ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম জানান, শনিবার রাত ১০টার দিকে ওহাব বাড়ি থেকে রাতের খাবার খেয়ে টাওয়ারে গিয়েছিলেন ডিউটি করতে। রবিবার সকালে স্বজনরা তাকে মৃত দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চট্টগ্রাম ॥ নগরীর কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার খালপাড় থেকে উদ্ধার করা হয়েছে এক লাশ। রবিবার ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রতিপক্ষের লোকজন গভীর রাতে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, নিহতের নাম আলমগীর (৪৭)। তিনি ওই এলাকার মোয়াজ্জেম কলোনির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। সাধারণত রাতে শিফট পরিবর্তনের পর তিনি বাসায় ফিরে থাকেন। শনিবারও রাত দেড়টার দিকে বাসায় ফিরছিলেন আলমগীর। পথে তার গতিরোধ করে তাকে হত্যা করে খালে ফেলে দেয়া হয়। সকালে স্বজনরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। তার গলায় দাগ এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলার আলোকদিয়া গ্রামে খুশি খাতুন (১৯) নামে গৃহবধূর ঝুলন্ত লাশ রবিবার সকালে পুলিশ উদ্ধার করেছে। শ্বশুরবাড়ির লোক তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। এ ঘটনার পর থেকে স্বামী রাজীবসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে আলোকদিয়া গ্রামের ছোরমান আলীর ছেলে রাজীব হোসেন একই গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে খুশি খাতুনের সঙ্গে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকেই দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে রবিবার সকালে খুশি খাতুনের বাবার বাড়ির ঘরে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের তালাবদ্ধ ঘর থেকে রাশেদা খানম (৩০) নামে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে লাশ বিছানার ওপর কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়। রবিবার এ ঘটনায় মামলা হয়েছে। রাশেদা খানম বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের শামসু শেখের মেয়ে। ঈদের পরদিন ২৭ জুন বিকেলে বাজারে যাওয়ার কথা বলে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামের ভাড়া করা বাড়ি থেকে বের হন রাশেদা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ এলাকায় প্রভাবশালী মহলের সঙ্গে তার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে লাশের ময়নাতদন্ত বাগেরহাট মর্গে সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, নিহত নারী রাশেদা খানমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার বড় ছেলে রাসেল (১২) লাশ শনাক্ত করেছে। স্বামী সোহেল আহম্মেদের সঙ্গে চার বছর আগে রাশেদার বিবাহ বিচ্ছেদ হয়। সোহেলের বাড়ি রাজবাড়ি জেলার ধুমছি গ্রামে। জামালপুর ॥ সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। নিহত আব্দুল মোতালেব (৫০) চার সন্তানের জনক। পারিবারিক সূত্র জানায়, দৌলতপুর গ্রামের আব্দুল আজিজের মৃত্যুর পর তাঁর দুই ছেলে আব্দুল ওয়াহাব মাস্টার ও আব্দুল মোতালেবের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে এ হত্যাকা- ঘটে বলে এলাকাবাসী জানায়। ঘাতক আব্দুল ওয়াহাব মাস্টার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল মোতালেবের মেয়ে শ্রাবণী আক্তার জানায়, দুপুর একটার দিকে তার বাবা আব্দুল মোতালেব পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বড়ভাই ওয়াহাব মাস্টার, তার ছেলে মামুন ও পরিবারের লোকজন অতর্কিতে আব্দুল মোতালেবের ওপর হামলে পড়ে। হামলাকারীরা ইট দিয়ে তাঁর মাথা, কান ও চোখ থেতলে দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে যমুনা সারকারখানা ক্লিনিকে ও পরে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর ॥ কালিয়াকৈরের পুকুর থেকে রবিবার স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি পুকুরে গোসল করতে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পুকুরের কেয়ার টেকারসহ দুইজনকে আটক করেছে। নিহতের নাম নাহিদুল ইসলাম রিহাদ (১৪)। সে কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে। সে সফিপুর জেনিট পিএল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সফিপুর আনসার একাডেমি সংলগ্ন আজহার হাজীর বাড়িতে নাসির উদ্দিন তাঁর স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। নাসির উদ্দিন ও তাঁর স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার দুপুরের পর বাসা থেকে বের হয়ে রিহাদ নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। রবিবার সকালে স্থানীয়রা বাসার পাশে শামসুদ্দিনের পুকুরে রিহাদের লাশ ভাসতে দেখে। এসময় রিহাদকে হত্যার অভিযোগে স্থানীয়রা উত্তেজিত হয়ে পুকুরের কেয়ার টেকার আব্দুল হালিম ও তার নাতি সাইদুল ইসলাম রতনকে আটক করে। খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে।
×