ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫১, ৩ জুলাই ২০১৭

ভালুকায় ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২ জুলাই ॥ ভালুকা উপজেলার শিল্প এলাকা হবিরবাড়িতে রবিবার সকালে শ্রমিকদের না জানিয়ে ওরিয়ন নিট টেক্সটাইল ফ্যাক্টরির প্রধান ফটক মালিকপক্ষের তালা দেয়ার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে মিলগেটে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভসহ অবরোধের চেষ্টা চালায় শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও ফ্যাক্টরির জিএম-এর সঙ্গে কথা বলার পরও কোন সিদ্ধান্ত না হওয়ায় মিলের জিএম পালিয়ে যান। শ্রমিকরা জানান, এই ফ্যাক্টরিতে আড়াই শ’ শ্রমিক কর্মরত আছেন। শুক্রবার সন্ধ্যায় একমাসের বেতন না দিয়ে ১০ দিনের বেতন দিয়ে শ্রমিকদের ঈদের ছুটি দেয়া হয়। এ সময় শ্রমিকদের বলা হয়, ঈদের পর রবিবার কাজে যোগদানের জন্য। রবিবার সকালে কর্মস্থলে এসে শ্রমিকরা মিলের প্রধান ফটকে তালা ঝুলানো দেখেন। এ সময় শ্রমিকরা ফটকে তালা দেয়ার বিষয়ে জানতে চাইলে গেটে থাকা লোকজন জানায়, দুই কিলোমিটার দূরে মাস্টারবাড়িতে ইউনিট-১ কাজ করতে হবে। না হলে আমাদের চলে যেতে বলেন। পরে তারা বিক্ষোভ মিছল নিয়ে মহাসড়কে গিয়ে অবস্থান করেন। শ্রমিকরা আরও জানান, তিন ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ফ্যাক্টরির জিএম এ্যাডমিন ইমতিয়াজ আহমেদকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং আমাদের সাথে কথা বলেন। এ সময় ফ্যাক্টরির স্থানীয় ভাড়াটিয়া আতা ঢালী ও বাশার ঢালী শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কিল ঘুষি মারতে থাকে। পরে চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় কোন ফয়সালা না হওয়ায় জিএম মাইক্রোবাসে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা মাইক্রোবাস ঘেরাও করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। পরে অবস্থা বেগতিক দেখে মাইক্রো থেকে নেমে একটি মোটরসাইকেলে করে জি এম পালিয়ে যান। গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ ৩৪ জনকে কারাদ- স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ ৩৪ জনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া জানান, সদর উপজেলার হোতাপোড়া এলাকার রোজ ভেলি নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় দু’টি ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ওই হোটেল থেকে ২২ যৌনকর্মী ও খদ্দের এবং হোটেল কর্মচারী-দালাল ১২ পুরুষসহ মোট ৩৪জনকে আটক করা হয়। বিদেশী বীজ বর্জনের দাবি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফসল উৎপাদনে বিদেশী বীজ নয়, উন্নতমানের দেশী বীজের দাবিতে কৃষকরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার সকালে চিরিরবন্দর উপজেলার বেকীপুল স্থানে দিঘন সিআইজি সমবায় সমিতি’র আয়োজনে ও গঞঈচ২ ইধহমষধফবংয-এর অর্থায়নে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উন্নতজাতের দেশী বীজের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন কৃষক সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, কৃষক আজিজার রহমান, স্বপন কুমার শীল, পল্লব কুমার দাস, ডাঃ জয়ন্ত কুমমার শর্ম্মা, জিকরুল ইসলাম প্রমুখ। কচুয়ায় উল্টো রথযাত্রা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২ জুলাই ॥ কচুয়া উপজেলার সাচার বাজারে হিন্দু সম্প্রদায়ের উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে। এশিয়ার বিখ্যাত কারুকার্য খচিত, দৃষ্টি নন্দন রথটি সাচারকে সারা বাংলাদেশে দিয়েছে বিশেষ পরিচিতি। ২৫ জুন আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে অর্ধলক্ষাধিক ভক্তবৃন্দ রথটনার মাধ্যমে এর শুভ সূচনা শুরু হয়। সাতদিনের মাথায় রবিবার উল্টো রথটানার মাধ্যমে রথ উৎসব সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, জগন্নাথ ধাম, তিমির সেন গুপ্ত, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দাস প্রমুখ।
×